Dhaka ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী সদর হাসপাতালে টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবককে  মারধরের অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • / 250

জনতার আদালত অনলাইন ॥ নিয়ম মেনে লাইনে দাঁড়াতে বলায় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক তামিম খানকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে অভিযুক্ত রাজীব তালুকদারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় টিকাদান কার্যক্রম  চরমভাবে ব্যাহত হয়। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালের  করোনা প্রতিরোধি টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাজীব  তালুকদার হাসপাতাল সংলগ্ন সজ্জনকান্দা এলাকার বাসিন্দা। তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নামে একটি সংগঠনের রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক বলে জানা গেছে। টিকাদান কার্যক্রম সুশৃঙ্খলভাবে করতে রেড ক্রিসেন্টের  স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছিলেন।

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সূত্রে জানা যায়, করোনার টিকাদান কার্যক্রমে মোট ৩২ জন স্বেচ্ছাসেবক জড়িত। প্রতিদিন ১০জন স্বেচ্ছাসেবক কার্যক্রমে অংশ নেন। সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত সাধারণত কার্যক্রম পরিচালনা করা হয়।

লাঞ্ছিত তামিম খান জানান, তিনি টিকা কেন্দ্রের প্রধান ফটকের দায়িত্বে ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে রাজিব নামে ওই ব্যক্তি এসে লাইনের সিরিয়াল না মেনে ভেতরে ঢুকতে যান। এসময় তাঁর কাছে টিকাকার্ড দেখতে চাওয়া হয় এবং নিয়ম মেনে ভেতরে ঢুকতে অনুরোধ করা হয়। এতে রাজিব ক্ষিপ্ত হয়ে তাকে জামার কলার ধরে বাইরে নিয়ে মারধর করেন। অন্য স্বেচ্ছাসেবক ও হাসপাতালের কর্মচারীরা এসে তাকে উদ্ধার করে।

রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী শামীমা আক্তার মুনমুন বলেন, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। টিকা কার্যক্রমে হাসপাতালকে সহায়তা করছে। রাজীব নামে ওই ব্যক্তিকে নিয়ম মেনে টিকা নেওয়ার অনুরোধ করা হলে সে  স্বেচ্ছাসেবককে মারধর করে। বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনকে জানানো হয়েছে।

রাজবাড়ীর সিভিল সার্জন মোহম্মদ ইব্রাহীম টিটন জানান, ঘটনার পরপরই তিনি ঘটনাস্থলে যান। অভিযুক্ত রাজীব তার দোষ স্বীকার করেছে। একারণে মুচলেকা নিয়ে  তাকে ছেড়ে দেওয়া হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন জানান, স্বেচ্ছাসেবককে  লাঞ্ছিত করার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিয্ক্তু রাজিব ভুল স্বীকার করে মুচলেকা দিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী সদর হাসপাতালে টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবককে  মারধরের অভিযোগ

প্রকাশের সময় : ০৭:৫৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১

জনতার আদালত অনলাইন ॥ নিয়ম মেনে লাইনে দাঁড়াতে বলায় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক তামিম খানকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে অভিযুক্ত রাজীব তালুকদারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় টিকাদান কার্যক্রম  চরমভাবে ব্যাহত হয়। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালের  করোনা প্রতিরোধি টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাজীব  তালুকদার হাসপাতাল সংলগ্ন সজ্জনকান্দা এলাকার বাসিন্দা। তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নামে একটি সংগঠনের রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক বলে জানা গেছে। টিকাদান কার্যক্রম সুশৃঙ্খলভাবে করতে রেড ক্রিসেন্টের  স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছিলেন।

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সূত্রে জানা যায়, করোনার টিকাদান কার্যক্রমে মোট ৩২ জন স্বেচ্ছাসেবক জড়িত। প্রতিদিন ১০জন স্বেচ্ছাসেবক কার্যক্রমে অংশ নেন। সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত সাধারণত কার্যক্রম পরিচালনা করা হয়।

লাঞ্ছিত তামিম খান জানান, তিনি টিকা কেন্দ্রের প্রধান ফটকের দায়িত্বে ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে রাজিব নামে ওই ব্যক্তি এসে লাইনের সিরিয়াল না মেনে ভেতরে ঢুকতে যান। এসময় তাঁর কাছে টিকাকার্ড দেখতে চাওয়া হয় এবং নিয়ম মেনে ভেতরে ঢুকতে অনুরোধ করা হয়। এতে রাজিব ক্ষিপ্ত হয়ে তাকে জামার কলার ধরে বাইরে নিয়ে মারধর করেন। অন্য স্বেচ্ছাসেবক ও হাসপাতালের কর্মচারীরা এসে তাকে উদ্ধার করে।

রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী শামীমা আক্তার মুনমুন বলেন, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। টিকা কার্যক্রমে হাসপাতালকে সহায়তা করছে। রাজীব নামে ওই ব্যক্তিকে নিয়ম মেনে টিকা নেওয়ার অনুরোধ করা হলে সে  স্বেচ্ছাসেবককে মারধর করে। বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনকে জানানো হয়েছে।

রাজবাড়ীর সিভিল সার্জন মোহম্মদ ইব্রাহীম টিটন জানান, ঘটনার পরপরই তিনি ঘটনাস্থলে যান। অভিযুক্ত রাজীব তার দোষ স্বীকার করেছে। একারণে মুচলেকা নিয়ে  তাকে ছেড়ে দেওয়া হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন জানান, স্বেচ্ছাসেবককে  লাঞ্ছিত করার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিয্ক্তু রাজিব ভুল স্বীকার করে মুচলেকা দিয়েছে।