Dhaka ০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে আইনজীবীদের আদালত বর্জন চলছেই ॥ দাবি আদায়ে মানববন্ধন বিক্ষোভ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • / 624

জনতার আদালত অনলাইন ॥ দীর্ঘ প্রায় আড়াই মাস যাবৎ রাজবাড়ীতে আদালত বর্জন করে চলেছেন আইনজীবীরা। নিজেদের জমি ফিরে পাওয়া এবং আইনজীবীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সামনে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন তারা।

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের সভাপতি অ্যড. স্বপন কুমার সোমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন অ্যড. ওমর আলী, অ্যড. আব্দুল গফুর, অ্যড. কেএ বারী, অ্যড. এটিএম মোস্তফা, অ্যড. মাহবুব রহমান, অ্যড. বিজন বোস, অ্যড. আব্দুর রাজ্জাক, অ্যড. বিপ্লব রায় প্রমুখ।

বক্তারা বলেন, আদালত কখনই মার্কেট নির্মাণ বা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারেনা। সেই কথা ভুলে গিয়ে রাজবাড়ী জেলা বার এর জমি দখল করে মার্কেট নির্মাণ কাজ শুরু করেন। আমরা হাইকোর্টে রীট করার পর মার্কেট নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। কিন্তু এখনও আমরা আমাদের জমি ফিরে পাইনি। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আদালতের যেসব কর্মচারী হামলা করেছিল তাদেরও এখনও বিচার হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজবাড়ীর দুটি আদালত বর্জন কর্মসূচী চালিয়ে যাবো।

বক্তারা আরও বলেন, আদালত বর্জনের কারণে জুনিয়র আইনজীবী, মহড়ার, বিচারপ্রার্থীদের সমস্যা হচ্ছে।  আমরা বারবার আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে এসেছি। কিন্তু সব সময়ই তা বাধাগ্রস্ত হয়েছে।

সমাবেশ পরিচালনা করেন জেলা বার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক খান মো. জহুরুল হক।

প্রসঙ্গত, আদালতের উদ্যোগে মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে গত ২৯ মার্চ থেকে রাজবাড়ীর দুটি আদালত বর্জন করে আসছেন আইনজীবীরা। আইনজীবীদের অভিযোগ, ওইদিন তাদের শান্তিপূর্ণ সমাবেশে আদালতের কর্মচারীরা হামলা চালিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে আইনজীবীদের আদালত বর্জন চলছেই ॥ দাবি আদায়ে মানববন্ধন বিক্ষোভ

প্রকাশের সময় : ০৮:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১

জনতার আদালত অনলাইন ॥ দীর্ঘ প্রায় আড়াই মাস যাবৎ রাজবাড়ীতে আদালত বর্জন করে চলেছেন আইনজীবীরা। নিজেদের জমি ফিরে পাওয়া এবং আইনজীবীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সামনে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন তারা।

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের সভাপতি অ্যড. স্বপন কুমার সোমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন অ্যড. ওমর আলী, অ্যড. আব্দুল গফুর, অ্যড. কেএ বারী, অ্যড. এটিএম মোস্তফা, অ্যড. মাহবুব রহমান, অ্যড. বিজন বোস, অ্যড. আব্দুর রাজ্জাক, অ্যড. বিপ্লব রায় প্রমুখ।

বক্তারা বলেন, আদালত কখনই মার্কেট নির্মাণ বা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারেনা। সেই কথা ভুলে গিয়ে রাজবাড়ী জেলা বার এর জমি দখল করে মার্কেট নির্মাণ কাজ শুরু করেন। আমরা হাইকোর্টে রীট করার পর মার্কেট নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। কিন্তু এখনও আমরা আমাদের জমি ফিরে পাইনি। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আদালতের যেসব কর্মচারী হামলা করেছিল তাদেরও এখনও বিচার হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজবাড়ীর দুটি আদালত বর্জন কর্মসূচী চালিয়ে যাবো।

বক্তারা আরও বলেন, আদালত বর্জনের কারণে জুনিয়র আইনজীবী, মহড়ার, বিচারপ্রার্থীদের সমস্যা হচ্ছে।  আমরা বারবার আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে এসেছি। কিন্তু সব সময়ই তা বাধাগ্রস্ত হয়েছে।

সমাবেশ পরিচালনা করেন জেলা বার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক খান মো. জহুরুল হক।

প্রসঙ্গত, আদালতের উদ্যোগে মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে গত ২৯ মার্চ থেকে রাজবাড়ীর দুটি আদালত বর্জন করে আসছেন আইনজীবীরা। আইনজীবীদের অভিযোগ, ওইদিন তাদের শান্তিপূর্ণ সমাবেশে আদালতের কর্মচারীরা হামলা চালিয়েছে।