রাজবাড়ীতে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা বিষয়ক সেমিনার
- প্রকাশের সময় : ০৭:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
- / ১৫৪৬ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার॥ বেসরকারি উন্নয়ন সংস্থা এডাবের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন অবহিতকরণ শীর্ষক সেমিনার রোববার বিকেলে কেকেএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কেকেএস এর নির্বাহী পরিচালক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন এডাবের কর্মসূচী সমন্বয়কারী কাউসার আহমেদ কনক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী, এডাবের আঞ্চলিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সভাপতি জহুরুল হক, প্রভাষক শামীমা আক্তার মুনমুন, এডাবের সম্পাদক লুকাস টিকে বাড়ৈ, দৃষ্টি প্রতিবন্ধী আজগর আলী প্রমুখ।
সেমিনারে প্রতিবন্ধীতার উপলদ্ধি, আইনগত অধিকার, সুরক্ষা ও অধিকার রক্ষায় সচেতন আচরণ করা, প্রতিবন্ধীদের উন্নয়নে লাগসই কার্যক্রম গ্রহণ, স্থানীয় পর্যায়ের সকল অবকাঠামো প্রতিবন্ধী বান্ধব করাসহ সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।