১২ দাবিতে রাজবাড়ী সনাকের উদ্যোগে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালন
- প্রকাশের সময় : ০৮:৩৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / 100
‘‘ক্লিন এনার্জি : টেকসই ভবিষ্যৎ”শ্লোগানে রাজবাড়ী প্রধান সড়কে রবিবার সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়্যুথ এনগেজ এন্ড সাপোর্ট গ্রুপ (ইয়েস), রাজবাড়ী অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর আয়োজনে মানবববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সনাক, ইয়েস এসিসি সদস্যগণসহ বিভিন্ন পেশার শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেন।
ইন্টারন্যাশনাল ক্লিন এনার্জি দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সনাক সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান। তিনি বলেন, আমাদের ক্লীন এনার্জির ব্যবহার ব্যবহার বাড়াতে হবে। আমাদেরকে বায়োগ্যাস, সৌরশক্তি, জলবিদ্যুৎ ব্যবহার করে পরিবেশ দূষণ রোধ করতে হবে, জীবাস্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। দিবসের ধারণাপত্র পাঠ করেন সনাক সদস্য কমল কান্তি সরকার।
দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন শের ই বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রেজাউল করিম, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী সরকারি কলেজ এর শিক্ষার্থী মিজানুর রহমান প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে জীবাস্ম জ্বালানির উপর চাপ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। সৌরশক্তি, বায়োগ্যাসের মতো নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জনসাধারণকে উৎসাহিত করতে সরকারের আরো কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। মানববন্ধনে ক্লিন এনার্জি হিসেবে নবায়নযোগ্য জ্বালানি একটি আশার আলো হিসেবে আবির্ভূত হয়েছে, যা টেকসই ভবিষ্যতের পথে উত্তরণে অন্যতম অনুঘটক হিসাবে কাজ করছে। সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ এবং ভূতাপীয় শক্তির মতো নবায়নযোগ্য উৎস থেকে প্রাপ্ত জ্বালানি আমাদের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমাতে হবে এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রথমবার টিআইবি এ দিবসটি উদযাপন করছে। দিবসটিকে সামনে রেখে টিআইবি স্থানীয় ও জাতীয় পর্যায়ে বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে।