২৬ মার্চ আ. লীগ নেতাদের বাংলাদেশে ফেরা উচিত : আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী
- প্রকাশের সময় : ০৩:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / 45
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের মক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক একটি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা মনে করছেন, আমাদের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফেরা উচিত।’
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হসিনার পতনের পর ভারতে পাড়ি জমান। এরপর আওয়ামী লীগের মন্ত্রী ও এমপিদের অনেকে গ্রেপ্তার হতে থাকেন। অনেকে পালিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে আশ্রয় নেন।
অনেকে আত্মগোপনে দিন কাটাচ্ছেন। প্রায় ছয় মাস পর সাবেক মন্ত্রীদের কয়েকজনের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। শুক্রবার (২৪ জানুয়ারি) সংবাদমাধ্যমটি ওই প্রতিবেদন প্রকাশ করে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে মোজাম্মেল হক আরো বলেন, ‘আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন তাদের ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন।
তাদের অনেকের খাবার কিনে খাওয়ার মতো টাকাও নেই। তবু তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে। বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি।’
মোজাম্মেল হক বলেন, ‘গত আগস্টে থানা থেকে লুট হওয়া হাজার হাজার ছোট অস্ত্র উদ্ধারের কোনো চেষ্টা করা হয়নি।
আমাদের সন্দেহ সমুদ্রপথে আরও অস্ত্র বাংলাদেশে আসছে। পাকিস্তান যেমন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, তেমনিভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সর্বাত্মক চেষ্টা চলছে।’
এদিকে গণহত্যাসহ বিভিন্ন অপরাধে সন্দেহভাজন অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এক বিবৃতিতে প্রেস উইং জানিয়েছে, সংঘবদ্ধ অপপ্রচারের অংশ হিসেবে, পলাতক আওয়ামী লীগ নেতাদের কথার ওপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। সাংবাদিকতার মৌলিক নিয়ম অনুসরণ না করে প্রকাশিত এসব প্রতিবেদন মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্যে পরিপূর্ণ।