Dhaka ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ভারতীয় নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / 22

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে জন্মগত নাগরিকত্বের অধিকার বাতিলের আদেশ জারি করার পর দেশটিতে ভারতীয় বংশোদ্ভূত নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক শুরু হয়েছে।

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিলের আদেশ কার্যকর হওয়ার কথা রয়েছে। তার আগে হাসপাতালে সি-সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দিতে ছুটছেন ভারতীয় নারীরা।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ কার্যকর হওয়ার কথা রয়েছে। তার আগেই সি সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দিতে ভারতীয় নারীরা ছোটাছুটি শুরু করেছেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, জন্মগত নাগরিকত্ব অধিকার বাতিলের আগেই ভারতীয় দম্পতিদের মধ্যে আগাম সন্তান জন্মদানের হিড়িক তৈরি হয়েছে। ফলে অনেকে নির্ধারিত সময়ের আগে সি সেকশনে বুকিং দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির চিকিৎসক এস ডি রামার ম্যাটারনিটি ক্লিনিকে আট ও ৯ মাসের নারীদের সি সেকশনের জন্য অস্বাভাবিক আবেদন জমা পড়েছে। এমনকি কিছু নারী গর্ভাবস্থার পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই সন্তান জন্ম দিতে মরিয়া হয়ে পড়েছেন।

টেক্সাসের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. এস জি মুক্কালা বলেন, গত দুদিনে প্রায় ২০ জন দম্পতির সঙ্গে আলাপ হয়েছে। আমি আগাম সন্তান জন্মদানের ফলে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরেছি। শিশুর অনুন্নত ফুসফুস, খাবারের সমস্যা, কম ওজন নানা ধরনের শারীরিক জটিলতা তৈরি করতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুক্তরাষ্ট্রে ভারতীয় নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক

প্রকাশের সময় : ০৪:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে জন্মগত নাগরিকত্বের অধিকার বাতিলের আদেশ জারি করার পর দেশটিতে ভারতীয় বংশোদ্ভূত নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক শুরু হয়েছে।

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিলের আদেশ কার্যকর হওয়ার কথা রয়েছে। তার আগে হাসপাতালে সি-সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দিতে ছুটছেন ভারতীয় নারীরা।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ কার্যকর হওয়ার কথা রয়েছে। তার আগেই সি সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দিতে ভারতীয় নারীরা ছোটাছুটি শুরু করেছেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, জন্মগত নাগরিকত্ব অধিকার বাতিলের আগেই ভারতীয় দম্পতিদের মধ্যে আগাম সন্তান জন্মদানের হিড়িক তৈরি হয়েছে। ফলে অনেকে নির্ধারিত সময়ের আগে সি সেকশনে বুকিং দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির চিকিৎসক এস ডি রামার ম্যাটারনিটি ক্লিনিকে আট ও ৯ মাসের নারীদের সি সেকশনের জন্য অস্বাভাবিক আবেদন জমা পড়েছে। এমনকি কিছু নারী গর্ভাবস্থার পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই সন্তান জন্ম দিতে মরিয়া হয়ে পড়েছেন।

টেক্সাসের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. এস জি মুক্কালা বলেন, গত দুদিনে প্রায় ২০ জন দম্পতির সঙ্গে আলাপ হয়েছে। আমি আগাম সন্তান জন্মদানের ফলে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরেছি। শিশুর অনুন্নত ফুসফুস, খাবারের সমস্যা, কম ওজন নানা ধরনের শারীরিক জটিলতা তৈরি করতে পারে।