৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পাংশায় বিএনপির সমাবেশ
‘রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হবে’
- প্রকাশের সময় : ০৫:৩৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / 15
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বলেছেন, ‘এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হবে। দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে জয়লাভের পর রাজনৈতিক দলসমূহের সমন্বয়ে একটি ‘জনকল্যাণমূলক জাতীয় ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠা করা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর পাংশায় জনসমাবেশে এসব কথা বলেন তিনি। শনিবার উপজেলার মাছপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহŸায়ক অ্যডভোকেট লিয়াকত আলী বাবু। বক্তৃতা করেন পাংশা উপজেলা বিএনপি সভাপতি চাঁদ আলী খান, পাংশা পৌর বিএনপির সভাপতি মোঃ বাহারাম সরদার প্রমুখ। বক্তারা বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সফলভাবে সমাবেশ পালিত হয়েছে।