Dhaka ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আলু পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ১০৪২ জন সংবাদটি পড়েছেন

 নিত্য প্রয়োজনীয় পণ্য আলু পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও নিষিদ্ধ ড্রামে খোলা সয়াবিন তেল বিক্রির প্রতিবাদে সোমবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে সংগঠনের রাজবাড়ী জেলা শাখার সহসভাপতি মুকুল সরকারের সভাপতিত্বে বক্তৃতা করেন ক্যাব রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, পাংশা উপজেলা প্রতিনিধি কে এ দানিয়েল সিফাত, কালুখালী উপজেলা প্রতিনিধি শেখ মো. মাসুদ রানা, বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি শাজাহান বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শাহজাহান উদ্দিন, ব্যবসায়ী জামাল উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, সিন্ডিকেট করে আলু ও পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। নিত্য প্রয়োজনীয় এ দুটি পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। এই সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসরদের দুর্নীতি বন্ধ হয়নি। বাজারে নতুন আলু উঠলেও তা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ এসব পণ্য ক্রয়ের সক্ষমতা হারাচ্ছে যেসব দ্রব্য হাত বদল হয়ে ভোক্তাদের হাতে আসছে তা ক্রয় ক্ষমতার বাইরে। এ ছাড়া আইনে নিষিদ্ধ ড্রামে খোলা ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে। এটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আলু পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৮:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

 নিত্য প্রয়োজনীয় পণ্য আলু পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও নিষিদ্ধ ড্রামে খোলা সয়াবিন তেল বিক্রির প্রতিবাদে সোমবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে সংগঠনের রাজবাড়ী জেলা শাখার সহসভাপতি মুকুল সরকারের সভাপতিত্বে বক্তৃতা করেন ক্যাব রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, পাংশা উপজেলা প্রতিনিধি কে এ দানিয়েল সিফাত, কালুখালী উপজেলা প্রতিনিধি শেখ মো. মাসুদ রানা, বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি শাজাহান বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শাহজাহান উদ্দিন, ব্যবসায়ী জামাল উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, সিন্ডিকেট করে আলু ও পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। নিত্য প্রয়োজনীয় এ দুটি পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। এই সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসরদের দুর্নীতি বন্ধ হয়নি। বাজারে নতুন আলু উঠলেও তা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ এসব পণ্য ক্রয়ের সক্ষমতা হারাচ্ছে যেসব দ্রব্য হাত বদল হয়ে ভোক্তাদের হাতে আসছে তা ক্রয় ক্ষমতার বাইরে। এ ছাড়া আইনে নিষিদ্ধ ড্রামে খোলা ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে। এটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।