Dhaka ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত, দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
  • / 277

জনতার আদালত অনলাইন   পদ্মায় পানি বৃদ্ধি সাথে সাথে তীব্র স্রোত সৃষ্টির কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে দৌলতদিয়া ঘাট প্রান্তে চার কিলোমিটার এলাকায় কয়েক’শ যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। ঘাটে আসার পর ৮-১০ ঘন্টায়ও ফেরির নাগাল পাচ্ছে না পন্যবাহি যানবাহনগুলো।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেখানে ২১ সেন্টিমিটার পানি বেড়েছে। এর আগের ২৪ ঘন্টায় ৩৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছিল।

রবিবার সকালে ঘাট এলাকায় সরেজমিন দেখা যায়, নদীতে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিটি ফেরি নদী পার হতে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে। এদিকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস পর্যন্ত চার কিলোমিটার এলাকাজুড়ে পন্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে। এরমধ্যে ১ কিলোমিটার এলাকায় যাত্রীবাহী বাসের সিরিয়াল রয়েছে। তবে জনদুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহন ও কাঁচামালবোঝাই ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২০টি ফেরির মধ্যে ছোট-বড় মিলিয়ে ১৬ টি ফেরি চলাচল করছে। বাকি ৪ টি ফেরি মধ্যে ২টি ফেরি স্রেতের বিপরীতে চলতে না পারায় বসিয়ে রাখা হয়েছে এবং ২টি ফেরি পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতি ডর্কএয়ার্ডে মেরামতে রয়েছে।

(বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ফেরি চলাচল ব্যহত হওয়ায় দৌলতদিয়া ঘাট এলাকার নদী পারের অপেক্ষায় কিছু যানবাহন সিরিয়ালে আটকা পড়েছে। আশা করছি বিকালের মধ্যে এ চাপ কমে আসবে। তবে দুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহন ও কাঁচামালের ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত, দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি

প্রকাশের সময় : ০৮:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২

জনতার আদালত অনলাইন   পদ্মায় পানি বৃদ্ধি সাথে সাথে তীব্র স্রোত সৃষ্টির কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে দৌলতদিয়া ঘাট প্রান্তে চার কিলোমিটার এলাকায় কয়েক’শ যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। ঘাটে আসার পর ৮-১০ ঘন্টায়ও ফেরির নাগাল পাচ্ছে না পন্যবাহি যানবাহনগুলো।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেখানে ২১ সেন্টিমিটার পানি বেড়েছে। এর আগের ২৪ ঘন্টায় ৩৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছিল।

রবিবার সকালে ঘাট এলাকায় সরেজমিন দেখা যায়, নদীতে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিটি ফেরি নদী পার হতে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে। এদিকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস পর্যন্ত চার কিলোমিটার এলাকাজুড়ে পন্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে। এরমধ্যে ১ কিলোমিটার এলাকায় যাত্রীবাহী বাসের সিরিয়াল রয়েছে। তবে জনদুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহন ও কাঁচামালবোঝাই ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২০টি ফেরির মধ্যে ছোট-বড় মিলিয়ে ১৬ টি ফেরি চলাচল করছে। বাকি ৪ টি ফেরি মধ্যে ২টি ফেরি স্রেতের বিপরীতে চলতে না পারায় বসিয়ে রাখা হয়েছে এবং ২টি ফেরি পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতি ডর্কএয়ার্ডে মেরামতে রয়েছে।

(বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ফেরি চলাচল ব্যহত হওয়ায় দৌলতদিয়া ঘাট এলাকার নদী পারের অপেক্ষায় কিছু যানবাহন সিরিয়ালে আটকা পড়েছে। আশা করছি বিকালের মধ্যে এ চাপ কমে আসবে। তবে দুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহন ও কাঁচামালের ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।