দৌলতদিয়ায় ফেরির জাল টিকিট বিক্রি: মামালা
- প্রকাশের সময় : ০৮:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / 230
জনতার আদালত অনলাইন ।।বিআইডব্লিউটিসি কর্মকর্তা পরিচয়ে দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত দামে ফেরির জাল টিকিট বিক্রির অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে. সোহেল রানা চৌধুরী নামে এক ব্যক্তিকে। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌতদিয়া ঘাট এলাকার জাহাঙ্গীর চৌধুরীর ছেলে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ও থানা সূত্রে জানা যায়, সিরামিক্স পাউডার নিয়ে সাতক্ষীরা থেকে মঙ্গলবার রাতে দৌলতদিয়া ফেরিঘাটে আসে একটি ট্রাক। ওই ট্রাকের চালক চালক মো. আনোয়ার হোসেন (৩৫) ও তার সহযোগী (হেলপার) সোহেল (১৮)। ফেরির টিকিট কাটার জন্য হেলপার সোহেলকে টিকিট কাউন্টারে পাঠায়। দৌলতদিয়া বিআইডব্লিউটিসি কাউন্টারের নিকটবর্তী পশ্চিম পাশে সোহেল রানা চৌধুরী নিজেকে বিআইডব্লিউটিসি’র লোক হিসাবে পরিচয় দিয়ে তার ট্রাকে মাল ওভার লোড আছে বলে জানিয়ে ৬ হাজার টাকা দাবী করে। হেলপার সোহেল রানা চৌধুরীকে ৬ হাজার টাকা দিয়ে তার কাছ থেকে ফেরীর টিকিট নেয়। ওই টিকিট নিয়ে ফেরিতে উঠার আগে টিকিট টিতে নম্বর কাটা ও ওভার লোডের ভাড়া উল্লেখ নেই দেখে চালকের সন্দেহ হয়। তখন ট্রাক চালক আনোয়ার হোসেন দৌলতদিয়া ৩নং ফেরীঘাটে ডিউটিরত বিআইডব্লিউটিসি’র এক কর্মকর্তাকে দেখায়। তখন তিনি উক্ত টিকিট খানা আমার ট্রাকের নম্বরে কাটা নয় এবং উক্ত টিকিটের স্কেল নাম্বার সঠিক নয় বলে জানান। বিষয়টি তাৎক্ষনিক ভাবে থানা পুলিশকে অবহিত করি এবং পুলিশি সহায়তা চাই। পুলিশ ঘটনাস্থলে এসে আমার উক্ত টিকিট জব্দ করেন।
ট্রাক চালক ও মামলা বাদি আনোয়ার হোসেন জানান, সোহেল রানা চৌধুরী নিজেকে বিআইডব্লিউটিসি’র লোক হিসাবে পরিচয় দিয়ে আমার হেলপারের নিকট প্রতারনা করে ভুয়া টিকিট বিক্রয় করে ৬ হাজার টাকা আত্মসাৎ করেছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর মামলা রুজু হয়েছে। আসামীকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।