বানিবহের আ’লীগ নেতা আব্দুল লতিফ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫
- প্রকাশের সময় : ০৭:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / 240
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া হত্যার ঘটনায় পুলিশ এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। রোববার দিনভর অভিযান চালিয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো একই ইউনিয়নের বানিবহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোর্শেদ, আবুল হোসেনের ছেলে সীমান্ত, ঘিমোড়া গ্রামের হাসেম মোল্লার ছেলে মনির, বিচাত্রা গ্রামের জুবায়েরর ছেলে জাকারিয়া ও বার্থা গ্রামের ইসমাইল মুন্সী।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই হিরন কুমার বিশ^াস জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মামলা হওয়ার পর পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়। রোববার দিনভর অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক পুলিশি জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু তথ্য দিয়েছে। তবে তদন্তের স্বার্থে তা বলা সম্ভব নয়। সোমবার আসামিদের রাজবাড়ীর আদালতে হাজির করে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে আব্দুল লতিফকে। আগামী ২৩ ডিসেম্বরের ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন।