Dhaka ০৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১৪ যানবাহন নিয়ে উল্টে গেল ফেরি ।। তদন্ত কমিটি গঠন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • / 132

জনতার আদালত অনলাইন ॥ মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটে আমানত শাহ নামের একটি রো-রো ফেরি বেশ কয়েকটি যানবাহন নিয়ে যমুনা নদীতে উল্টে যায়। বুধবার সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে।

 সকাল ৯টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে আমানত শাহ নামের দীর্ঘদিনের পুরানো রো-রো ফেরিটি পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল পৌনে ১০টার দিকে ফেরিটি পাটুরিয়া ৫ নম্বর ঘাটে ভেড়ে। এরপর দু’টি পণ্যবাহী ট্রাক ও ২-৩টি মোটরসাইকেল এবং শতাধিক যাত্রী ফেরি থেকে নামার পরপরই ফেরিটি ডান ডানদিকে কাত হয়ে পড়ে যায়। বিআইডব্লিউটিসির আরিচা অফিসের নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামান জানান, পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটে আমানত শাহ ফেরিটি কাত হয়ে পড়ে যাওয়ার সময় এতে ১৭টি পণ্যবাহী ট্রাক ও ১৪টি মোটরসাইকেল ছিল। ফেরি ও যানবাহনগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

এদিকে তলদেশের ছিদ্র দিয়ে পানি ঢুকে ফেরি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।  বুধবার সকাল পৌনে ১০টার দিকে ৫ নম্বর পন্টুনে আনলোড করার সময় ফেরিটি উল্টে যায়। ফেরিতে থাকা ১৭টি পণ্যবাহী ট্রাকের মধ্যে মাত্র ৩টি ট্রাক নামতে সক্ষম হলেও বাকি ১৪টি ট্রাক ও মোটরসাইকেল নিয়ে ফেরিটি উল্টে যায়। ফেরিতে থাকা এক মোটরসাইকেল যাত্রী বলেন, দৌলতদিয়া থেকে ছেড়ে আসার পর মাঝ পদ্মাতেই ফেরির তলদেশের ছিদ্র দিয়ে পানি ঢুকতে শুরু করে। এতে ফেরি কিছুটা কাত হয়ে যায়। ফেরিটি ৫ নম্বর ঘাটে আসা মাত্রই একপাশে কাত হতে থাকে। কোনো কিছু বুঝে উঠার আগেই ফেরিটি উল্টে যায়।   কাভার্ডভ্যান চালক আসলাম বলেন, আমরা গাড়িতেই ছিলাম। কয়েকজনকে বলতে শুনেছি ফেরিতে পানি উঠছে। নদীতে স্রোত থাকলে ফেরিতে পানি উঠে এটা সব সময় দেখি, এজন্য গুরুত্ব দেইনি। যখন ফেরি পাড়ে ভিড়ল তখন দুমড়ে-মুচড়ে একটা গাড়ি আরেকটার সঙ্গে ধাক্কা লাগছিল। তখন গাড়ি থেকে নেমে নদীতে ঝাঁপ দিই।

ফেরির মাস্টার শরিফুল ইসলাম লিটন বলেন, চার মাস আগে ফেরিটি নারায়ণগঞ্জ থেকে ভারী মেরামত শেষে পাটুরিয়া সার্ভিসে আসে। তবে সম্প্রতি ফেরিটির তলদেশে একটি ছিদ্র হয়। ফেরিটি সকাল সোয়া ৯টার দিকে পাটুরিয়া অভিমুখে রওনা দেওয়ার কিছু সময় পরই ফেরিটির তলদেশের ছিদ্র দিয়ে ভেতরে পানি প্রবেশ শুরু করে। কিন্তু বিষয়টি যখন টের পাই তখন আর কিছু করার ছিল না।

৫ নম্বর ঘাটে ভাসমান ফেরি মেরামত কারখানা মধুমতিতে অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেছে। ফেরি সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ভাসমান ফেরি মেরামত কারখানায় মেরামতের নামে জোড়াতালি দেওয়া হচ্ছে।

কী কারণে ফেরিটি ডুবলো এখনও তারা নিশ্চিত হতে না পারলেও সেক্টরের এজিএম (মেরিন) আব্দুস সাত্তার ফেরিটির তলদেশ ছিদ্র থাকার বিষয়টির প্রতি ঈঙ্গিত দেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, ফেরি উল্টে যাওয়ার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধারকারী জাহাজ হামজা কাজ করছে। উদ্ধারকাজ করতে মুন্সিগঞ্জ থেকে প্রত্যয় নামে একটি উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, তাদের দুটি টিম উদ্ধারকাজ করছে। ঢাকা থেকে ৩টি টিমসহ মোট ৫টি টিম কাজ করছে।

শাহ আমানত নামের একটি রো-রো ফেরি উল্টে যাওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেরি উল্টে যাওয়ার ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হককে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৪ যানবাহন নিয়ে উল্টে গেল ফেরি ।। তদন্ত কমিটি গঠন

প্রকাশের সময় : ০৭:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১

জনতার আদালত অনলাইন ॥ মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটে আমানত শাহ নামের একটি রো-রো ফেরি বেশ কয়েকটি যানবাহন নিয়ে যমুনা নদীতে উল্টে যায়। বুধবার সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে।

 সকাল ৯টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে আমানত শাহ নামের দীর্ঘদিনের পুরানো রো-রো ফেরিটি পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল পৌনে ১০টার দিকে ফেরিটি পাটুরিয়া ৫ নম্বর ঘাটে ভেড়ে। এরপর দু’টি পণ্যবাহী ট্রাক ও ২-৩টি মোটরসাইকেল এবং শতাধিক যাত্রী ফেরি থেকে নামার পরপরই ফেরিটি ডান ডানদিকে কাত হয়ে পড়ে যায়। বিআইডব্লিউটিসির আরিচা অফিসের নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামান জানান, পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটে আমানত শাহ ফেরিটি কাত হয়ে পড়ে যাওয়ার সময় এতে ১৭টি পণ্যবাহী ট্রাক ও ১৪টি মোটরসাইকেল ছিল। ফেরি ও যানবাহনগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

এদিকে তলদেশের ছিদ্র দিয়ে পানি ঢুকে ফেরি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।  বুধবার সকাল পৌনে ১০টার দিকে ৫ নম্বর পন্টুনে আনলোড করার সময় ফেরিটি উল্টে যায়। ফেরিতে থাকা ১৭টি পণ্যবাহী ট্রাকের মধ্যে মাত্র ৩টি ট্রাক নামতে সক্ষম হলেও বাকি ১৪টি ট্রাক ও মোটরসাইকেল নিয়ে ফেরিটি উল্টে যায়। ফেরিতে থাকা এক মোটরসাইকেল যাত্রী বলেন, দৌলতদিয়া থেকে ছেড়ে আসার পর মাঝ পদ্মাতেই ফেরির তলদেশের ছিদ্র দিয়ে পানি ঢুকতে শুরু করে। এতে ফেরি কিছুটা কাত হয়ে যায়। ফেরিটি ৫ নম্বর ঘাটে আসা মাত্রই একপাশে কাত হতে থাকে। কোনো কিছু বুঝে উঠার আগেই ফেরিটি উল্টে যায়।   কাভার্ডভ্যান চালক আসলাম বলেন, আমরা গাড়িতেই ছিলাম। কয়েকজনকে বলতে শুনেছি ফেরিতে পানি উঠছে। নদীতে স্রোত থাকলে ফেরিতে পানি উঠে এটা সব সময় দেখি, এজন্য গুরুত্ব দেইনি। যখন ফেরি পাড়ে ভিড়ল তখন দুমড়ে-মুচড়ে একটা গাড়ি আরেকটার সঙ্গে ধাক্কা লাগছিল। তখন গাড়ি থেকে নেমে নদীতে ঝাঁপ দিই।

ফেরির মাস্টার শরিফুল ইসলাম লিটন বলেন, চার মাস আগে ফেরিটি নারায়ণগঞ্জ থেকে ভারী মেরামত শেষে পাটুরিয়া সার্ভিসে আসে। তবে সম্প্রতি ফেরিটির তলদেশে একটি ছিদ্র হয়। ফেরিটি সকাল সোয়া ৯টার দিকে পাটুরিয়া অভিমুখে রওনা দেওয়ার কিছু সময় পরই ফেরিটির তলদেশের ছিদ্র দিয়ে ভেতরে পানি প্রবেশ শুরু করে। কিন্তু বিষয়টি যখন টের পাই তখন আর কিছু করার ছিল না।

৫ নম্বর ঘাটে ভাসমান ফেরি মেরামত কারখানা মধুমতিতে অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেছে। ফেরি সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ভাসমান ফেরি মেরামত কারখানায় মেরামতের নামে জোড়াতালি দেওয়া হচ্ছে।

কী কারণে ফেরিটি ডুবলো এখনও তারা নিশ্চিত হতে না পারলেও সেক্টরের এজিএম (মেরিন) আব্দুস সাত্তার ফেরিটির তলদেশ ছিদ্র থাকার বিষয়টির প্রতি ঈঙ্গিত দেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, ফেরি উল্টে যাওয়ার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধারকারী জাহাজ হামজা কাজ করছে। উদ্ধারকাজ করতে মুন্সিগঞ্জ থেকে প্রত্যয় নামে একটি উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, তাদের দুটি টিম উদ্ধারকাজ করছে। ঢাকা থেকে ৩টি টিমসহ মোট ৫টি টিম কাজ করছে।

শাহ আমানত নামের একটি রো-রো ফেরি উল্টে যাওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেরি উল্টে যাওয়ার ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হককে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।