সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রাজবাড়ীতে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৬:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / 144
জনতার আদালত অনলাইন ॥ ‘ছিন্ন ভিন্ন করো নিশ্চিহ্ন শত্রুর ছাউনি’ স্লোগানকে সামনে রেখে ধর্মান্ধ, উগ্র মৌলবাদ, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মঙ্গলবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, মহিলা পরিষদের রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলী নাহার, নারীনেত্রী অ্যড. দেবাহুতি চক্রবর্তী, অরণীর সভাপতি মুনিরুল হক মুনির, সিপিবি নেতা আবুল কালাম, সাংস্কৃতিক কর্মী ধীরেন্দ্র নাথ দাস, লুৎফর রহমান লাবু প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি অসীম কুমার পাল।
বক্তারা বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠি রংপুর, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে পূজামন্ডপ, মন্দির ও বসতঘরে হামলা করেছে। এরা দুর্বৃত্ত। বর্বরোচিত এধরনের হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা এদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করার আহ্বান জানান।