রাজবাড়ীতে নিউজবাংলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- প্রকাশের সময় : ০৬:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / 462
জনতার আদালত অনলাইন ॥ বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে রাজবাড়ীতে। শুক্রবার সকাল ১১ রাজবাড়ী জেলা প্রেসক্লাব এর অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন রাজবাড়ীর সাবেকস জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমা, রাজবাড়ী সরকারি মহিলা কলেজের প্রভাষক আহসান হাবিব, মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষক এসএম শামিম, রাজবাড়ী সনাক এর সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ, রাজবাড়ী জেলা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক ও সমকাল এর জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ডেইলি স্ট্যার এর জেলা প্রতিনিধি নেহাল আহমেদ, কবি মনিরুজ্জামান মিন্টু, কবি খোকন মাহমুদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি শামীম রেজে, যমুনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, একাত্তর টেলিভিশন এর জেলা প্রতিনিধি মেহেদি হাসান, রাংজিং বিডির জেলা প্রতিনিধি সুকান্ত বিশ্বাস সহ অনান্য সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। কেক কাটা শেষে অতিথিরা সংবাদপত্তের না দিক ও সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করেন।
শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা নিউজবাংলার সংবাদ মানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, আমি নিউজবাংলার ওয়েবসাইট প্রতিদিনই দেখি। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে নিউজবাংলা তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকে।নিউজবাংলা দেশ ও স্বাধীনতার পক্ষে কাজ করে।তিনি তার বক্তব্যতে আরো বলেন, নিউজবাংলা খুব শীঘ্রই অনেক দূর এগিয়ে যাবে।
রাজবাড়ী জেলা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সৌমিত্র শীল চন্দন নিউজবাংলার সকল কলাকৌশলীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এক বছরের পথচলায় নিউজবাংলা। এই সময়ে তারা সমৃদ্ধ নিউজ প্রকাশ করছেন। এবং এই ধারা অব্যাহত থাকবে।
মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম শামিম বলেন,নিউজবাংলা২৪.কম এর নিউজ আমি দেখি। এদের সংবাদ প্রকাশ ও বস্তুনিষ্ঠতার জন্য আরো অনেকদুর এগিয়ে যাবে।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত সকলেই নিউজবাংলাকে শুভেচ্ছা জানান। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এর জন্য প্রশংসা করেন।এবং ভবিষ্যৎ এ এই ধারা অব্যাহত রাখার আহবান জানান।