Dhaka ০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এক কাতলা মাছ বিক্রি অর্ধলক্ষ টাকায়

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
  • / 189

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে মো. মনির হোসেনের জালে ধরা পড়া একটি কাতলা মাছ অর্ধ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। কাতলা মাছটি ওজন ছিল ২৬ কেজি। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকায় কাতলা মাছটি ধরা পড়ে।

জানা গেছে, পদ্মায় মাছ শিকারী মনির হোসেন প্রতিদিনের মত বৃহস্পতিবার সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সহকর্মীদের নিয়ে জাল ফেলেন। সকাল থেকে তেমন কোন মাছ শিকার করতে না পারলেও দুপুরের দিকে তার জালে বড় আকারের একটি মাছ আটকা পরে। সহকর্মীদের নিয়ে দীর্ঘক্ষন চেষ্টা করে তিনি কাতলা মাছটি নৌকায় তুলতে সক্ষম হন। পরে কাতলা মাছটি বিক্রির জন্য দুপুরে দৌলতদিয়া ঘাটে নিয়ে আসেন। এসময় বড় আকারের কাতলা মাছটি এক নজর দেখতে উৎসুক মানুষ ভীড় করে। সেখানে মাছটি উন্মুক্ত নিলামে উঠলে স্থানীয় মাছ ব্যবসায়ি শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ ১ হাজার ৯০০শ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকা দিয়ে ক্রয় করেন।

মাছ ব্যবসায়ি শাহজাহান শেখ জানান, পদ্মায় পানি কমতে শুরু করাই এখন বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মার কাতলের অনেক চাহিদা। তাই মনির হালদারে কাছ থেকে ২৬ কেজি ওজনের কাতল মাছটি কিনেছেন। এরপর তিনি দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার এক ব্যাক্তির কাছে ২ হাজার টাকা কেজি দরে মোট ৫২ হাজার টাকায় বিক্রি করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এক কাতলা মাছ বিক্রি অর্ধলক্ষ টাকায়

প্রকাশের সময় : ০৭:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে মো. মনির হোসেনের জালে ধরা পড়া একটি কাতলা মাছ অর্ধ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। কাতলা মাছটি ওজন ছিল ২৬ কেজি। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকায় কাতলা মাছটি ধরা পড়ে।

জানা গেছে, পদ্মায় মাছ শিকারী মনির হোসেন প্রতিদিনের মত বৃহস্পতিবার সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সহকর্মীদের নিয়ে জাল ফেলেন। সকাল থেকে তেমন কোন মাছ শিকার করতে না পারলেও দুপুরের দিকে তার জালে বড় আকারের একটি মাছ আটকা পরে। সহকর্মীদের নিয়ে দীর্ঘক্ষন চেষ্টা করে তিনি কাতলা মাছটি নৌকায় তুলতে সক্ষম হন। পরে কাতলা মাছটি বিক্রির জন্য দুপুরে দৌলতদিয়া ঘাটে নিয়ে আসেন। এসময় বড় আকারের কাতলা মাছটি এক নজর দেখতে উৎসুক মানুষ ভীড় করে। সেখানে মাছটি উন্মুক্ত নিলামে উঠলে স্থানীয় মাছ ব্যবসায়ি শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ ১ হাজার ৯০০শ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকা দিয়ে ক্রয় করেন।

মাছ ব্যবসায়ি শাহজাহান শেখ জানান, পদ্মায় পানি কমতে শুরু করাই এখন বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মার কাতলের অনেক চাহিদা। তাই মনির হালদারে কাছ থেকে ২৬ কেজি ওজনের কাতল মাছটি কিনেছেন। এরপর তিনি দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার এক ব্যাক্তির কাছে ২ হাজার টাকা কেজি দরে মোট ৫২ হাজার টাকায় বিক্রি করেছেন।