ডেঙ্গু আক্রান্ত হয়ে অসময়ে চলে গেলেন কলেজ শিক্ষিকা রুমা
- প্রকাশের সময় : ০৭:০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / 431
জনতার আদালত অনলাইন ॥ ডেঙ্গু আক্রান্ত হয়ে অসময়ে না ফেরার দেশে চলে গেলেন রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রুমা নাসরিন (৪২)। বৃহস্পতিবার সকালে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা অংকুর স্কুল কলেজের সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম চৌধুরীর সহধর্মিনী ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজ প্রাঙ্গনে প্রথম এবং সোনাকান্দর গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা গেছে, ছেলেকে ভর্তি করাতে রাজধানী ঢাকা গিয়ে জ¦রে আক্রান্ত হন রুমা। গত ২৫ আগস্ট তারিখে তার ডেঙ্গু ধরা পড়ে। তবে তখন সুস্থ থাকায় রাজবাড়ী ফিরে আসেন। পরে অবস্থার অবনতি হওয়ায় গত ৩১ আগস্ট তাকে ঢাকার শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ তিনি লাইফ সাপোর্টে ছিলেন। রুমা নাসরিনের অকাল মৃত্যুতে শোকার্ত হয়ে পড়েছেন তার সহকর্মীরা।
রুমা নাসরিনের সহকর্মী ডা. আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন বলেন, রুমা অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছিলেন। আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পড়াতেন। তার অকাল মৃত্যুতে আমরা শোকে স্তব্ধ হয়ে গেছি। সকলকে ডেঙ্গু ও করোনা থেকে বাঁচতে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে একই দিনে শহরে আরও দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনটি মৃত্যুর ঘটনায় শহরে শোকের ছায়া নেমে এসেছে। অপর দুজন হলেন রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের বাসিন্দা এটিএম মোর্শেদুল ইসলাম দিপু ও রাজবাড়ী পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিনোদপুর নতুনপাড়া এলাকার বাসিন্দা ফজলু আবুর স্ত্রী সিনথিয়া আক্তার।