গোয়ালন্দে শিশু ও নারী উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৮:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / 565
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টা থেকে গোয়ালন্দ অফিসার্স ক্লাবে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে রাজবাড়ী জেলা তথ্য অফিস।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সি। এত মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ ও রাজবাড়ী সরকারী কলেজের প্রভাষক মো. শাহরিয়ার রহমান। এতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার চক্রবর্তী, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার, সাধারন সম্পাদক শামীম শেখ, প্রথম আলোর প্রতিনিধি রাশেদুল হক রায়হান, মুক্তি মহিলা সমিতির কর্মকর্তা আতাউর রহমান খান মঞ্জু প্রমুখ।