গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ী থানা পুলিশের উদ্যোগ: দুস্থরা পেল ইফতার
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / 753
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর থানা পুলিশের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বর থেকে দুস্থদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার। রাজবাড়ী সদর থানা ও ট্রাফিক পুলিশের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
শহরের শতাধিক দুস্থ, পথচারী, প্রতিবন্ধী রোজাদার ইফতার সামগ্রী হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছে। তাদের মুখে ফুটেছে হাসি।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, করোনা মহামারির মধ্যে দুস্থ পথচারীদের হাতে ইফতার তুলে দিতে পেরে ভালো লাগছে। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করে যাবো।
Tag :