গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে বালুবাহী ট্রাকের চাপায় গৃহবধূ নিহত
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / 231
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের রসুলপুর নামক এলাকায় মঙ্গলবার দুপুরে বালুবাহী ট্রাকের চাপায় রোকেয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি একই উপজেলার বাণিবহ ইউনিয়নের আইয়ুব আলীর স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, রোকেয়া বেগম তার ছেলে রফিকের সঙ্গে মোটরসাইকেলের পেছনে বসে বাড়ি ফিরছিলেন। রসুলপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি বালুবাহী ট্রাক তাদের অতিক্রম করছিল। ওই সময় রোকেয়া বেগম ছিটকে ট্রাকের সামনে পড়ে পিষ্ট হলে ঘটনাস্থলেই মারা যান।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। ট্রাক ও চালক পলাতক।
Tag :