Dhaka ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ওমরাহ ভিসা থাকায় মা-ছেলের পাসপোর্ট ফিরিয়ে দিল ছিনতাইকারী!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ১০৩০ জন সংবাদটি পড়েছেন

ছিনতাইকারী পাসপোর্ট নির্দিষ্ট স্থানে রেখে গেলে তা উদ্ধার করে ভুক্তভোগী তৌহিদুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়।

ওমরা ভিসা থাকায় ট্রেন থেকে ছিনতাই হওয়া ওমরাহযাত্রী সেই মা-ছেলের পাসপোর্ট ও ভিসা ফেরত দিয়েছে ছিনতাইকারী। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বকবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয়দের সহযোগিতায় তা উদ্ধার করে সিরাজগঞ্জের কামারখন্দ থানা পুলিশ।

রবিবার (১ ডিসেম্বর) রাতে সেই ছেলের হাতে উদ্ধার হওয়া পাসপোর্ট ও ভিসা তুলে দেওয়া হয়। এতে ওমরাহ পালনের অনিশ্চয়তা অনেকটা কেটে গেল মা তাহমিনা বেগম এবং ছেলে তৌহিদুল ইসলামের।

ভুক্তভোগী তৌহিদুল ইসলাম জানান, ছিনতাই হওয়া ব্যাগের ভেতরে থাকা মোবাইল ফোনে স্থানীয় প্রশাসনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে ছিনতাইকারীরা ফোনকল রিসিভ করে। একপর্যায়ে কথোপকথনে শুধু পাসপোর্ট ভিসা নির্দিষ্টস্থানে ফেরত দেওয়ার কথা স্বীকার করলে স্থানীয় সমন্বয়ক, গণমাধ্যমকর্মী এবং প্রশাসনের সহযোগিতায় সেগুলো উদ্ধার করে আমার হাতে তুলে দেন। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ ব্যাপারে কামারখন্দ থানার ওসি মোখলেসুর রহমান বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর পরই কামারখন্দ থানার সার্কেল এসপির নেতৃত্বে পুলিশের একটি টিম ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের সহযোগিতায় দ্রুত খোয়া যাওয়া পাসপোর্ট ভিসা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দিতে পেরেছি। অন্যান্য খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত শনিবার (৩০ নভেম্বর) রাত আড়াইটায় ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেন কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে ক্রসিংয়ের জন্য অবস্থানকালে ওমরাহ পালন যাত্রী মা-ছেলের পাসপোর্ট ভিসা, নগদ টাকা এবং প্রয়োজনীয় জিনিসপত্র ছিনতাই হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওমরাহ ভিসা থাকায় মা-ছেলের পাসপোর্ট ফিরিয়ে দিল ছিনতাইকারী!

প্রকাশের সময় : ০৯:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

ওমরা ভিসা থাকায় ট্রেন থেকে ছিনতাই হওয়া ওমরাহযাত্রী সেই মা-ছেলের পাসপোর্ট ও ভিসা ফেরত দিয়েছে ছিনতাইকারী। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বকবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয়দের সহযোগিতায় তা উদ্ধার করে সিরাজগঞ্জের কামারখন্দ থানা পুলিশ।

রবিবার (১ ডিসেম্বর) রাতে সেই ছেলের হাতে উদ্ধার হওয়া পাসপোর্ট ও ভিসা তুলে দেওয়া হয়। এতে ওমরাহ পালনের অনিশ্চয়তা অনেকটা কেটে গেল মা তাহমিনা বেগম এবং ছেলে তৌহিদুল ইসলামের।

ভুক্তভোগী তৌহিদুল ইসলাম জানান, ছিনতাই হওয়া ব্যাগের ভেতরে থাকা মোবাইল ফোনে স্থানীয় প্রশাসনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে ছিনতাইকারীরা ফোনকল রিসিভ করে। একপর্যায়ে কথোপকথনে শুধু পাসপোর্ট ভিসা নির্দিষ্টস্থানে ফেরত দেওয়ার কথা স্বীকার করলে স্থানীয় সমন্বয়ক, গণমাধ্যমকর্মী এবং প্রশাসনের সহযোগিতায় সেগুলো উদ্ধার করে আমার হাতে তুলে দেন। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ ব্যাপারে কামারখন্দ থানার ওসি মোখলেসুর রহমান বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর পরই কামারখন্দ থানার সার্কেল এসপির নেতৃত্বে পুলিশের একটি টিম ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের সহযোগিতায় দ্রুত খোয়া যাওয়া পাসপোর্ট ভিসা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দিতে পেরেছি। অন্যান্য খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত শনিবার (৩০ নভেম্বর) রাত আড়াইটায় ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেন কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে ক্রসিংয়ের জন্য অবস্থানকালে ওমরাহ পালন যাত্রী মা-ছেলের পাসপোর্ট ভিসা, নগদ টাকা এবং প্রয়োজনীয় জিনিসপত্র ছিনতাই হয়।