Dhaka ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাভারে প্রাইভেটকার-বাস সংঘর্ষে নিহত ৪ (ভিডিও)

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ১০৩৩ জন সংবাদটি পড়েছেন

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার বিকালের দিকে প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারে নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বালয়ারপুর এলাকার সাবেক মেম্বার নাজিম উদ্দিন, প্রাইভেটকার চালক মজিবুর রহমান ও সাহাবউদ্দিন। আহত আব্দুল জলিল মিয়াকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও সাভার হাইওয়ে থানার পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিয়ারপুরে বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঢাকাগামী বাস ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম, নাজিম উদ্দিন এবং মজিবুর রহমান। এছাড়া আহত হন আরও দুইজন। পরে আহতদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাহাবউদ্দিনের মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, বিকালে আমরা খবর পেলে সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে যায়। এ ঘটনায় সি লাইন পরিবহনের চালক ও চালকের সহকারী গাড়ি রেখে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে সি লাইন পরিবহনের বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে।

 

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাভারে প্রাইভেটকার-বাস সংঘর্ষে নিহত ৪ (ভিডিও)

প্রকাশের সময় : ০৬:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার বিকালের দিকে প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারে নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বালয়ারপুর এলাকার সাবেক মেম্বার নাজিম উদ্দিন, প্রাইভেটকার চালক মজিবুর রহমান ও সাহাবউদ্দিন। আহত আব্দুল জলিল মিয়াকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও সাভার হাইওয়ে থানার পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিয়ারপুরে বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঢাকাগামী বাস ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম, নাজিম উদ্দিন এবং মজিবুর রহমান। এছাড়া আহত হন আরও দুইজন। পরে আহতদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাহাবউদ্দিনের মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, বিকালে আমরা খবর পেলে সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে যায়। এ ঘটনায় সি লাইন পরিবহনের চালক ও চালকের সহকারী গাড়ি রেখে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে সি লাইন পরিবহনের বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে।