খানগঞ্জে বিএনপির কর্মীসভা
- প্রকাশের সময় : ০৪:৫৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / ১০৩৫ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও খানগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে বেলগাছি রেলওয়ে ষ্টেশন এলাকায় কর্মীসভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
খানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেন স্বপন চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক আহŸায়ক নঈম আনছারী, সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহŸায়ক কাজী আহসান হাবীব, যুগ্ম আহŸায়ক আকমল হোসেন, জেলা যুবদলের নেতা অ্যডভোকেট নিকবর হোসেন মনি, আব্দুর রউফ হিটু, সাবেক চেয়ারম্যান মালেক শিকদার, চন্দনী বিএনপির সভাপতি আবুল হোসেন খান, মিজানপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আতিউর রহমান, খানগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আতাহার হোসেন তকদির, চন্দনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক কে এমন শাহাদাত হোসেন ও তৈয়বুর রহমান বাচ্চু।