২ ব্যবসায়ীর জরিমানা
- প্রকাশের সময় : ০৭:২৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ১০২৯ জন সংবাদটি পড়েছেন
বিশেষ টাস্কফোর্সের অভিযানে রাজবাড়ীতে ২ ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যথাযথভাবে পণ্য সরবরাহ না করা ও মেয়দোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর বাজারের মেসার্স সাহেরা এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা এবং যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় বারবাকপুর বাজারের সাহা স্টোরকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যায়ের সহকারী পরিচালক ও ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির সদস্য সচিব কাজী রকিবুল হাসান জানান, তদারকি কার্যক্রম পরিচালনাকালে সদর উপজেলার সুলতানপুর বাজার ও বারবাকপুর বাজার এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।