Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মাত্র ১০ মিনিটে যাওয়া যাবে বাড্ডা থেকে কারওয়ান বাজার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / ১০২৮ জন সংবাদটি পড়েছেন

রাজধানী ঢাকা একটি যানজটের শহর। একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে যেতে রাস্তায় ব্যয় করতে হয় প্রচুর সময় তবে কিছু কৌশলে ঢাকার কোনো কোনো স্থানে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। তেমনই এলাকা হলো রামপুরা-বাড্ডা থেকে যানজট এড়াতে দ্রুত সময়ে যারা রামপুরা থেকে হাতিরঝিল দিয়ে গুলশান, পুলিশ প্লাজা, এফডিসি, বাংলামোটর কিংবা মগবাজার,তেজগাঁও যেতে চান, তারা কিভাবে যাবেন? এক্ষেত্রে মাত্র ১০ মিনিটে রামপুরা-বাড্ডা থেকে কারওয়ান বাজার সম্ভব।

এই ১০ মিনিটের সমাধান হলো– গুলশান, পুলিশ প্লাজা, মগবাজার এলাকায় যেতে হলে চক্রাকার বাসে যাওয়া যায়। আবার কারওয়ান বাজার, এফডিসি এলাকায় যেতে হলে শেয়ারের সিএনজি অথবা স্পিডবোট অথবা ওয়াটার ট্যাক্সি দিয়ে যাওয়া যাবে। যাওয়া যাবে মাইক্রোবাসে করেও।

শেয়ারের সিএনজিতে কিভাবে যাবেন? রামপুরা হাতিরঝিল মোড় কিংবা হাতিরঝিলে মন্দিরের পাশে শেয়ারের সিনজি অথবা মাইক্রোবাস কারওয়ান বাজার পর্যন্ত চলাচল করে। সিএনজিতে ভাড়া নেবে ৩০ টাকা করে। আপনাকে কারওয়ান বাজার পৌঁছে দেবে। আর এখান থেকে আপনি ফার্মগেট বা বাংলা মোটর যেখানে ইচ্ছে যেতে পারেন। এখান থেকে সব ধরনের যানবাহন রয়েছে। বাড্ডা, আফতাব নগর ও রামপুরা থেকে পুলিশ প্লাজা, নিকেতন গুলশান অতি দ্রুত যাতায়াত করা যায়। চক্রাকার বাস স্পিডবোটে যেতে পারবেন। এক্ষেত্রে ভাড়া নেবে ২০ টাকা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাত্র ১০ মিনিটে যাওয়া যাবে বাড্ডা থেকে কারওয়ান বাজার

প্রকাশের সময় : ০৭:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

রাজধানী ঢাকা একটি যানজটের শহর। একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে যেতে রাস্তায় ব্যয় করতে হয় প্রচুর সময় তবে কিছু কৌশলে ঢাকার কোনো কোনো স্থানে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। তেমনই এলাকা হলো রামপুরা-বাড্ডা থেকে যানজট এড়াতে দ্রুত সময়ে যারা রামপুরা থেকে হাতিরঝিল দিয়ে গুলশান, পুলিশ প্লাজা, এফডিসি, বাংলামোটর কিংবা মগবাজার,তেজগাঁও যেতে চান, তারা কিভাবে যাবেন? এক্ষেত্রে মাত্র ১০ মিনিটে রামপুরা-বাড্ডা থেকে কারওয়ান বাজার সম্ভব।

এই ১০ মিনিটের সমাধান হলো– গুলশান, পুলিশ প্লাজা, মগবাজার এলাকায় যেতে হলে চক্রাকার বাসে যাওয়া যায়। আবার কারওয়ান বাজার, এফডিসি এলাকায় যেতে হলে শেয়ারের সিএনজি অথবা স্পিডবোট অথবা ওয়াটার ট্যাক্সি দিয়ে যাওয়া যাবে। যাওয়া যাবে মাইক্রোবাসে করেও।

শেয়ারের সিএনজিতে কিভাবে যাবেন? রামপুরা হাতিরঝিল মোড় কিংবা হাতিরঝিলে মন্দিরের পাশে শেয়ারের সিনজি অথবা মাইক্রোবাস কারওয়ান বাজার পর্যন্ত চলাচল করে। সিএনজিতে ভাড়া নেবে ৩০ টাকা করে। আপনাকে কারওয়ান বাজার পৌঁছে দেবে। আর এখান থেকে আপনি ফার্মগেট বা বাংলা মোটর যেখানে ইচ্ছে যেতে পারেন। এখান থেকে সব ধরনের যানবাহন রয়েছে। বাড্ডা, আফতাব নগর ও রামপুরা থেকে পুলিশ প্লাজা, নিকেতন গুলশান অতি দ্রুত যাতায়াত করা যায়। চক্রাকার বাস স্পিডবোটে যেতে পারবেন। এক্ষেত্রে ভাড়া নেবে ২০ টাকা।