Dhaka ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খেলতে গিয়ে ওড়নায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / ১০২৯ জন সংবাদটি পড়েছেন

রাজধানীর বংশালে আগামাসি লেনের বাসায় খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঝুমুর (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে শিশুটির স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা ইউসুফ মিয়া বলেন, আমার দুই ছেলে এক মেয়ের মধ্যে ঝুমুর ছিল মেঝ। আজ রাতে খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে কখন যে সে জ্ঞান হারিয়ে ফেলে তা আমরা নিজেরাই বুঝতে পারিনি। পরে বিষয়টি বুঝতে পেরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মেয়ে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছিলাম। ঘটনাটি তারাই তদন্ত করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খেলতে গিয়ে ওড়নায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৯:০০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

রাজধানীর বংশালে আগামাসি লেনের বাসায় খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঝুমুর (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে শিশুটির স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা ইউসুফ মিয়া বলেন, আমার দুই ছেলে এক মেয়ের মধ্যে ঝুমুর ছিল মেঝ। আজ রাতে খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে কখন যে সে জ্ঞান হারিয়ে ফেলে তা আমরা নিজেরাই বুঝতে পারিনি। পরে বিষয়টি বুঝতে পেরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মেয়ে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছিলাম। ঘটনাটি তারাই তদন্ত করছে।