জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর দুই গুণী শিল্পী অমিতা চক্রবর্তী ও তাপস কর্মকারের সংগীত সন্ধ্যা শনিবার রাতে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
‘তোমায় গান শোনাব’ শিরোনামে আয়োজিত সংগীত সন্ধ্যার আয়োজন করে গীতবিতান, রাজবাড়ী।
অনুষ্ঠানে শিল্পীদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের ২০টি গান পরিবেশন করেন। তাদেরকে তবলায় সঙ্গত দেন পুলক বিশ^াস, এ¯্রাজে অশোক কুমার সরকার এবং মন্দিরা বাজান রিপন চক্রবর্তী।
বিপুল সংখ্যক দর্শক তাদের পরিবেশিত গান উপভোগ করে।
একই ধরনের আরও কিছু খবর....