জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র কাজী ওয়াসিফ হাসান অর্ণ এর স্মরণে বুধবার রাজবাড়ী সোশাল কালচারাল ফোরাম আরএসসিএফ নানা অনুষ্ঠানের আয়োজন করে।
ভবানীপুর কবরস্থানে অর্ণর কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে রাজবাড়ী সরকারি উচ্চ াবিদ্যালয় প্রাঙ্গনে অর্ণ স্মরণে করা হয় বৃক্ষ রোপণ।
বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্মরণসভা ও দোয়া মাহফিল।
স্মরণসভায় বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা চেয়ারম্যান এড.ইমদাদুল হক বিশ্বাস, সচেতন নাগরিক কমিটির সভপতি প্রফেসর নুরুজ্জামান, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, জেলা জাসদ সভাপতি মুনিরুল হক মুনির, শিশু রাজ্যের অধ্যক্ষ, মুহম্মদ সাইফুল্লাহ, রাজবাড়ী থিয়েটারের আহ্বায়ক আসাদুজ্জামান চৌধুরী বাবলা, সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীব হাসু, ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, আরডিএর সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি সৌরভ চক্রবর্তী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিলয় সাহা।
২০২১ সালের ২২ জুন তারিখে রাজবাড়ী ওয়াপদার পুকুরে ডুবে অকাল মৃত্যু হয় কাজী ওয়াসিফ হাসান অর্ণর।
একই ধরনের আরও কিছু খবর....