জনতার আদালত অনলাইন ॥
কালুখালী উপজেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে দুই দিন ব্যাপী শিশু মেলা পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, কালুখালী থানার ওসি নাজমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, কালুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
একই ধরনের আরও কিছু খবর....