জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খান জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খান সকলের সহযোগিতা কামনা করে বলেন, জেলার যে সকল সমস্যা আছে তা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। আপনাদের সহযোগিতায় মাঠ প্রশাসন অনেক দূর এগিয়ে যাবে। প্রশাসন ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে সরকারের উন্নয়নের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা ত্বরান্বিত হবে। সকলে মিলে একটি সুন্দর রাজবাড়ী গড়ে তুলব।
সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার নদী ভাঙন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোগান্তি, যৌন পল্লীতে নারী পাচার, হাসপাতালের স্বাস্থ্যসেবাার মানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়মের কথা তুলে ধরেন।
অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ।
গত ৫ জানুয়ারি এক প্রজ্ঞাপনে আবু কায়সার খানকে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। গত ১৩ জানুয়ারি তিনি রাজবাড়ীতে যোগদান করেন।
একই ধরনের আরও কিছু খবর....