জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সরকারি কলেজ শিক্ষক পরিদের নির্বাচন শনিবার কলেজের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিজয়ীরা হলেন সাধারণ সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তালুকদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, একাডেমিক সম্পাদক গণিত বিভাগের প্রভাষক অদ্বৈত কুমার দাস, কোষাধ্যক্ষ প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আবুল কালাম এবং ক্লাব সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ কুতুবউদ্দিন।
নির্বাচনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক শাহ আলম।
একই ধরনের আরও কিছু খবর....