Dhaka ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ঘুমন্ত হেলপার পুড়ে ছাই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 71

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে থেমে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নির্বাপন করা হলেও দগ্ধ হয়ে বাসে ঘুমিয়ে থাকা সাহাবির (১৪) নামে এক হেল্পারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইতার দিকে টঙ্গিবাড়ী লৌহজং সড়কের বালিগাঁও সেতুতে এঘটনা ঘটে।

নিহত সাহাবির লৌহজং উপজেলা পালগাও গ্রামের সোহেল মিয়ার ছেলে। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: আতিকুর রহমান জানান, রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে লৌহজং ও টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নির্বাপন করা হয়। বাসের ভিতর নিহত হেল্পার ঘুমিয়েছিলো, তার পুরো শরীর দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। বাসটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিলো না, সাধারণত বাসের চালক-হেল্পার বাসে কয়েল জ্বালিয়ে ঘুমায়। তবে কেউ আগুন দিলো কিনা বা কিভাবে সূত্রপাত তার সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ঘুমন্ত হেলপার পুড়ে ছাই

প্রকাশের সময় : ১২:৫৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে থেমে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নির্বাপন করা হলেও দগ্ধ হয়ে বাসে ঘুমিয়ে থাকা সাহাবির (১৪) নামে এক হেল্পারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইতার দিকে টঙ্গিবাড়ী লৌহজং সড়কের বালিগাঁও সেতুতে এঘটনা ঘটে।

নিহত সাহাবির লৌহজং উপজেলা পালগাও গ্রামের সোহেল মিয়ার ছেলে। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: আতিকুর রহমান জানান, রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে লৌহজং ও টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নির্বাপন করা হয়। বাসের ভিতর নিহত হেল্পার ঘুমিয়েছিলো, তার পুরো শরীর দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। বাসটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিলো না, সাধারণত বাসের চালক-হেল্পার বাসে কয়েল জ্বালিয়ে ঘুমায়। তবে কেউ আগুন দিলো কিনা বা কিভাবে সূত্রপাত তার সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত করা হচ্ছে।