Dhaka ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 81

পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে তার বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে। কনটেন্ট ক্রিয়েটর কাফি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

কাফি লেখেন, ‘মধ্যরাতে আমার বাড়ির ঘর-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম ও করছি। নিরাপত্তা পাইনি।’

কাফির প্রতিবেশী হৃদয় খান জানান, ‘তার (কাফির) ঘরের সামনের ও পেছনের দরজা বন্ধ করে দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময়ে তার বাবা-মা, ভাই-ভাইয়ের স্ত্রী-সন্তান ঘরেই ছিল। তারা একপর্যায়ে দরজা ভেঙে বের হয়ে আসেন।’

খেপুপারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াস হোসেন বলেন, ‘আমরা ফোনে আগুনের খবর পাই। এরপর আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। তবে, এর আগেই আগুনে তাদের বাড়িঘর পুড়ে যায়।’

কাফির পরিবারের সদস্যরা জানান, পেছনের ও সামনের দরজা কারা যেন বন্ধ করে আগুন দিয়েছে। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ঘরে আগুন লাগানো হয়েছে।

কাফি ২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরির কাজ শুরু করেন। কাফি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন। ভিডিওগুলোতে হাস্যরসে দেশের সংকটময় পরিস্থিতিসহ নানা অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করা হয়ে থাকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন

প্রকাশের সময় : ১০:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে তার বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে। কনটেন্ট ক্রিয়েটর কাফি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

কাফি লেখেন, ‘মধ্যরাতে আমার বাড়ির ঘর-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম ও করছি। নিরাপত্তা পাইনি।’

কাফির প্রতিবেশী হৃদয় খান জানান, ‘তার (কাফির) ঘরের সামনের ও পেছনের দরজা বন্ধ করে দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময়ে তার বাবা-মা, ভাই-ভাইয়ের স্ত্রী-সন্তান ঘরেই ছিল। তারা একপর্যায়ে দরজা ভেঙে বের হয়ে আসেন।’

খেপুপারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াস হোসেন বলেন, ‘আমরা ফোনে আগুনের খবর পাই। এরপর আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। তবে, এর আগেই আগুনে তাদের বাড়িঘর পুড়ে যায়।’

কাফির পরিবারের সদস্যরা জানান, পেছনের ও সামনের দরজা কারা যেন বন্ধ করে আগুন দিয়েছে। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ঘরে আগুন লাগানো হয়েছে।

কাফি ২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরির কাজ শুরু করেন। কাফি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন। ভিডিওগুলোতে হাস্যরসে দেশের সংকটময় পরিস্থিতিসহ নানা অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করা হয়ে থাকে।