Dhaka ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে শেষ হলো ২ দিনব্যাপী তথ্যমেলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / ১০২৮ জন সংবাদটি পড়েছেন

 রাজবাড়ীতে দুই দিনব্যাপী তথ্যমেলা বুধবার রাতে শেষ হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র আয়োজনে রাজবাড়ী আজাদী ময়দানে এ মেলা অনুষ্ঠিত হয়। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারিফ উল হাসান, রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা ।

তথ্যমেলা বাস্তবায়ন কমিটির আহŸায়ক সৌমিত্র শীল চন্দনের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি প্র্েরফসর মো. নুরুজ্জামান, সনাক সদস্য অধ্যক্ষ নুরুল হক আলম প্রমুখ।

এর আগে ‘এই সংসদ দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন বাস্তবায়নকে অগ্রাধিকার দেবে’ বিষয়ে সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব, রাজবাড়ী সরকারি কলেজের ইংরেজি শিক্ষক সুরজিৎ চক্রবর্তী, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ও সাংবাদিক সুমন বিশ^াস।

রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে রামকান্তপুর লালন বাউল একাডেমি শিল্পীবৃন্দ ও সুমন আহমেদ সঙ্গীত পরিবেশন করেন। টিআইবির ইয়েস গ্রæপের পরিবেশনায় অনুষ্ঠিত হয় দুর্নীতি বিরোধী নাটক।

মঙ্গলবার ‘তথ্যই শক্তি জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ ¯েøাগানকে সামনে রেখে মেলা শুরু হয়। আলোচনায় বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ থাকলে দেশ থেকে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। এজন্য সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে জানতে হবে। জনগণ যত বেশি সচেতন হবে ততই অনিয়ম দুর্নীতি কমবে। তারা আরও বলেন, অধিকার আইন -২০০৯ সম্পর্কে না জানার কারনে অনেক সময় নাগরিকরা তাদের সেবা ঠিকমত পায় না। তথ্য অধিকার আইন জানা ও জানানো প্রত্যেক সরকারি-বেসরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নে সকল সরকারি-বেসরকারি দপ্তরের আন্তরিকভাবে কাজ করার আহŸান জানান। একইসাথে নাগরিকদেরও আরও সচেতন হয়ে তথ্য প্রাপ্তির আবেদন করার প্রতিও গুরুত্ব আরোপ করেন। সেবাদানকারী প্রতিষ্ঠানগলোর শুধু তথ্য প্রদানই নয় বরং আন্তরিকতার সাথে সেবা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের যেন কোন ভোগান্তি না হয় সেদিকে সবোর্চ্চ গুরুত্ব দিতে হবে। সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজবাড়ী ও টিআইবিকে তথ্য অধিকার আইন বাস্তবায়নে জেলা প্রশাসনের সাথে যৌথভাবে আয়োজনে সক্রিয় সহযোগিতা করা জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।’ এছাড়া টিআইবি প্রতিনিধি হিসেবে ঢাকা ক্লাস্টার কো অর্ডিনেটর-সিই, টিআইবি মোঃ মাহান উল হক নোবেল স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্যের গোপনীয়তার শৃঙ্খল ভেঙ্গে সকলকে তথ্য অবমুক্তকরনের বিষয়টি নিশ্চিত করার আহŸান জানান।

দুদিন ব্যাপী তথ্যমেলায় রাজবাড়ীর ২৯টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান স্টল স্থাপন করে। রাজবাড়ী সনাকের পক্ষ থেকে তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে তথ্য অধিকার আইনের ফরম পূরণ ও প্রাপ্তিতে সহযোগিতা করা হয়। যেখানে সহ¯্রাধিক নাগরিক তথ্য অধিকার আইন ফরম পূরণের মাধ্যমে তথ্য পেয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে শেষ হলো ২ দিনব্যাপী তথ্যমেলা

প্রকাশের সময় : ০৬:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

 রাজবাড়ীতে দুই দিনব্যাপী তথ্যমেলা বুধবার রাতে শেষ হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র আয়োজনে রাজবাড়ী আজাদী ময়দানে এ মেলা অনুষ্ঠিত হয়। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারিফ উল হাসান, রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা ।

তথ্যমেলা বাস্তবায়ন কমিটির আহŸায়ক সৌমিত্র শীল চন্দনের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি প্র্েরফসর মো. নুরুজ্জামান, সনাক সদস্য অধ্যক্ষ নুরুল হক আলম প্রমুখ।

এর আগে ‘এই সংসদ দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন বাস্তবায়নকে অগ্রাধিকার দেবে’ বিষয়ে সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব, রাজবাড়ী সরকারি কলেজের ইংরেজি শিক্ষক সুরজিৎ চক্রবর্তী, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ও সাংবাদিক সুমন বিশ^াস।

রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে রামকান্তপুর লালন বাউল একাডেমি শিল্পীবৃন্দ ও সুমন আহমেদ সঙ্গীত পরিবেশন করেন। টিআইবির ইয়েস গ্রæপের পরিবেশনায় অনুষ্ঠিত হয় দুর্নীতি বিরোধী নাটক।

মঙ্গলবার ‘তথ্যই শক্তি জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ ¯েøাগানকে সামনে রেখে মেলা শুরু হয়। আলোচনায় বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ থাকলে দেশ থেকে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। এজন্য সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে জানতে হবে। জনগণ যত বেশি সচেতন হবে ততই অনিয়ম দুর্নীতি কমবে। তারা আরও বলেন, অধিকার আইন -২০০৯ সম্পর্কে না জানার কারনে অনেক সময় নাগরিকরা তাদের সেবা ঠিকমত পায় না। তথ্য অধিকার আইন জানা ও জানানো প্রত্যেক সরকারি-বেসরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নে সকল সরকারি-বেসরকারি দপ্তরের আন্তরিকভাবে কাজ করার আহŸান জানান। একইসাথে নাগরিকদেরও আরও সচেতন হয়ে তথ্য প্রাপ্তির আবেদন করার প্রতিও গুরুত্ব আরোপ করেন। সেবাদানকারী প্রতিষ্ঠানগলোর শুধু তথ্য প্রদানই নয় বরং আন্তরিকতার সাথে সেবা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের যেন কোন ভোগান্তি না হয় সেদিকে সবোর্চ্চ গুরুত্ব দিতে হবে। সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজবাড়ী ও টিআইবিকে তথ্য অধিকার আইন বাস্তবায়নে জেলা প্রশাসনের সাথে যৌথভাবে আয়োজনে সক্রিয় সহযোগিতা করা জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।’ এছাড়া টিআইবি প্রতিনিধি হিসেবে ঢাকা ক্লাস্টার কো অর্ডিনেটর-সিই, টিআইবি মোঃ মাহান উল হক নোবেল স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্যের গোপনীয়তার শৃঙ্খল ভেঙ্গে সকলকে তথ্য অবমুক্তকরনের বিষয়টি নিশ্চিত করার আহŸান জানান।

দুদিন ব্যাপী তথ্যমেলায় রাজবাড়ীর ২৯টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান স্টল স্থাপন করে। রাজবাড়ী সনাকের পক্ষ থেকে তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে তথ্য অধিকার আইনের ফরম পূরণ ও প্রাপ্তিতে সহযোগিতা করা হয়। যেখানে সহ¯্রাধিক নাগরিক তথ্য অধিকার আইন ফরম পূরণের মাধ্যমে তথ্য পেয়েছেন।