চলতি মাসে ডেঙ্গুতে ১৭০ রোগীর মৃত্যু
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৭:৪৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- / ১০২১ জন সংবাদটি পড়েছেন
এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ১৭০ জনের মৃত্যু হলো। আর চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের।
গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫৪ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৯০ হাজার ৭৯৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত তিনজনের সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৫৮৮ ডেঙ্গু রোগী।
এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৮৭ হাজার ২৮১ জন ছাড়পত্র পেয়েছে।
Tag :