Dhaka ০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় সাবেক কাউন্সিলর আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২১:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • / ১০৩০ জন সংবাদটি পড়েছেন

 

 রাজবাড়ীর পাংশা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অতুর সরদারকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর তিনটার দিকে পাংশা পৌর এলাকার মৈশালা নামক স্থানে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি পাংশা পৌরসভার কুলটিয়া গ্রামে।

অতুর সরদারের ছেলে সাগর সরদার জানান, তার বাবা জুম্মার নামাজ পড়তে স্থানীয় মসজিদে যান। ওই সময় কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। বাড়ি ফেরার সময়  কয়েকজন দুর্বৃত্ত চাপাতি, হাত কুড়াল নিয়ে তার উপর হামলা চালায়। তার বাবার হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে। হাতের অবস্থা খুবই খারাপ। তিনি বলেন, সময় এখন অনুক‚ল নয়। তাই কারো বিরুদ্ধে অভিযোগ করছেন না। তার বাবার সুস্থ হওয়া জরুরি।

পাংশা থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। এবিষয়ে কেউ অভিযোগ করেনি।

 

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় সাবেক কাউন্সিলর আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ০৫:২১:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

 

 রাজবাড়ীর পাংশা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অতুর সরদারকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর তিনটার দিকে পাংশা পৌর এলাকার মৈশালা নামক স্থানে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি পাংশা পৌরসভার কুলটিয়া গ্রামে।

অতুর সরদারের ছেলে সাগর সরদার জানান, তার বাবা জুম্মার নামাজ পড়তে স্থানীয় মসজিদে যান। ওই সময় কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। বাড়ি ফেরার সময়  কয়েকজন দুর্বৃত্ত চাপাতি, হাত কুড়াল নিয়ে তার উপর হামলা চালায়। তার বাবার হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে। হাতের অবস্থা খুবই খারাপ। তিনি বলেন, সময় এখন অনুক‚ল নয়। তাই কারো বিরুদ্ধে অভিযোগ করছেন না। তার বাবার সুস্থ হওয়া জরুরি।

পাংশা থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। এবিষয়ে কেউ অভিযোগ করেনি।