রাজবাড়ীর অপহৃত শিশু ফরিদপুরে উদ্ধার \ গ্রেপ্তার ১
- প্রকাশের সময় : ০৭:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৪২ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী থেকে অপহৃত শিশু রাজু মন্ডল(১৪) কে অপহরণের ১৪ ঘণ্টা পর রোববার দিবাগত রাত ১টার দিকে ফরিদপুর থেকে উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। এ ঘটনায় পুলিশ আব্দুল্লাহ আল মামুন নামে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার মামুন ফরিদুপুর জেলার মধুখালী উপজেলার ব্রাহ্মণদি গ্রামের মিজানুর শেখের ছেলে। অপহরণের শিকার শিশু রাজু রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের হাছেন মন্ডলের ছেলে। স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় সে পড়াশোনা করে।
রাজুর বাবা হাছেন মন্ডল জানান, রোববার অজ্ঞাত তিন ব্যক্তি তাদের বাড়িতে গিয়ে ‘মাদ্রাসার হুজুর কোরআন খতম দিতে ডাকছে’ একথা বলে রাজুকে নিয়ে যায়। দুপুর ১টার দিকে অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে জানায়, তার ছেলেকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছে। ওই নাম্বারে পরে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। দুপুর আড়াইটার দিকে আবারও ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা নিয়ে বিকেলে রাজবাড়ী ১নং রেলগেট এলাকায় থাকতে বলে। টাকা না পেলে রাজুকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। ছেলের জীবন বাঁচাতে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার করে তার স্ত্রীকে নিয়ে রেলগেট এলাকায় যান। অনেক সময় পেরিয়ে গেলেও কেউ টাকা নিতে আসেনি। সন্ধ্যার দিকে আরও একটি নম্বর থেকে ফোন করে টাকা নগদের মাধ্যমে পাঠাতে বলে। এতে তিনি অস্বীকৃতি জানালে অপহরণকারীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কিছুক্ষণের মধ্যে তার ছেলেকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। উপায় না পেয়ে তিনি রাজবাড়ী সদর থানায় গিয়ে বিষয়টি জানান।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, অভিযোগ পাওয়ার পরই পুলিশ অপহৃত শিশুকে উদ্ধারের জন্য মাঠে নামে। রাজবাড়ী সদর থানার পুলিশ ফরিদপুর কোতোয়ালী থানার সহযোগিতায় অপহরণকারীদের অবস্থান ট্রাক করে ফরিদপুরের মুসলিম মিশন এলাকা থেকে রাজুকে উদ্ধার করে। এসময় আব্দুল্লাহ আল মামুন নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এবিষয়ে হাছেন মন্ডল বাদী হয়ে সোমবার রাজবাড়ী সদর থানায় ্একটি অপহরণ মামলা করেছেন।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।