Dhaka ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

১০ম গ্রেড দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৫০ জন সংবাদটি পড়েছেন

 

 ১০ম গ্রেড দাবিতে শনিবার সকালে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন আঞ্জুমান আরা বেগম, মো. শহিদুজ্জামান, খায়রুল ইসলাম, আফরোজা মিথুন, অরূপ রতন দে প্রমুখ।

বক্তারা ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, আমরা এখন আর পিয়নের চাকরি করতে চাই না। আমাদের একটাই দাবি সহকারি শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়ন করতে হবে। দাবি না মানা পর্যন্ত আমরা শ্রেণি কক্ষে ফিরে যাবো না।

মানববন্ধন ও সমাবেশ শেষে রাজবাড়ীর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১০ম গ্রেড দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৬:৪৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

 

 ১০ম গ্রেড দাবিতে শনিবার সকালে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন আঞ্জুমান আরা বেগম, মো. শহিদুজ্জামান, খায়রুল ইসলাম, আফরোজা মিথুন, অরূপ রতন দে প্রমুখ।

বক্তারা ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, আমরা এখন আর পিয়নের চাকরি করতে চাই না। আমাদের একটাই দাবি সহকারি শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়ন করতে হবে। দাবি না মানা পর্যন্ত আমরা শ্রেণি কক্ষে ফিরে যাবো না।

মানববন্ধন ও সমাবেশ শেষে রাজবাড়ীর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।