Dhaka ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে মন্দিরে দুর্বৃত্তদের হানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৪২ জন সংবাদটি পড়েছেন

 রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ভবদিয়া পালপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর মন্দিরে হানা দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা মন্দিরের একটি প্রতিমা মাটিতে ফেলে দিয়েছে। এ ঘটনায় সনাতন ধর্মালম্বীদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলম, সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাধাগোাবিন্দ জিউর মন্দিরটির সামনে কোনো দরজা নেই। বাঁশের বেড়া দেওয়া। যা অরক্ষিত। ভেতরে রাধাকৃষ্ণ মূর্তি। তার বাম পাশে নিতাই ও ডান পাশে গৌর মূর্র্তি। এর মধ্যে গৌর মূর্তি মাটিতে ভ‚পাতিত অবস্থায়। সেটির একটি হাত ভেঙে গেছে। কৃষ্ণের বাঁশিটিও মাটিতে পড়ে আছে। এই মন্দিরের সাথেই আরেকটি মন্ডপে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। সবে মাটির প্রলেপ দেওয়া হয়েছে।

মন্দির কমিটির সভাপতি অমল কৃষ্ণ পাল জানান, তারা দীর্ঘ ৫০ বছর ধরে এখানে পূজা অর্চনা করেন। কখনও এমন ঘটনা ঘটেনি। প্রতিদিন সন্ধ্যায় মন্দিরে পূজার্চনা করা হয়। সাধারণত রাত ১০টা পর্যন্ত মানুষজন চলাচল করে এখান দিয়ে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন গৌর মূর্তিটি মাটিতে পড়ে আছে। বিষয়টি তারা প্রশাসনকে জানিয়েছেন। তারা ঘটনাস্থলে এসে নিরাপত্তার আশ^াস দিয়েছেন।

এবিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান কোনো মন্তব্য করতে রাজী হননি।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  রবিউল আলম জানান, বিষয়টি তারা তদন্ত করছেন। কারা কেন এ ঘটনা ঘটিয়েছে। পুলিশকে বিশেষ নজরদারীর পাশাপাশি তাদেরকেও তদন্ত করতে বলা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে নির্বিঘেœ তাদের পূজা করতে পারে সেদিকে লক্ষ্য রাখা হবে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মন্দিরে দুর্বৃত্তদের হানা

প্রকাশের সময় : ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

 রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ভবদিয়া পালপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর মন্দিরে হানা দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা মন্দিরের একটি প্রতিমা মাটিতে ফেলে দিয়েছে। এ ঘটনায় সনাতন ধর্মালম্বীদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলম, সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাধাগোাবিন্দ জিউর মন্দিরটির সামনে কোনো দরজা নেই। বাঁশের বেড়া দেওয়া। যা অরক্ষিত। ভেতরে রাধাকৃষ্ণ মূর্তি। তার বাম পাশে নিতাই ও ডান পাশে গৌর মূর্র্তি। এর মধ্যে গৌর মূর্তি মাটিতে ভ‚পাতিত অবস্থায়। সেটির একটি হাত ভেঙে গেছে। কৃষ্ণের বাঁশিটিও মাটিতে পড়ে আছে। এই মন্দিরের সাথেই আরেকটি মন্ডপে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। সবে মাটির প্রলেপ দেওয়া হয়েছে।

মন্দির কমিটির সভাপতি অমল কৃষ্ণ পাল জানান, তারা দীর্ঘ ৫০ বছর ধরে এখানে পূজা অর্চনা করেন। কখনও এমন ঘটনা ঘটেনি। প্রতিদিন সন্ধ্যায় মন্দিরে পূজার্চনা করা হয়। সাধারণত রাত ১০টা পর্যন্ত মানুষজন চলাচল করে এখান দিয়ে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন গৌর মূর্তিটি মাটিতে পড়ে আছে। বিষয়টি তারা প্রশাসনকে জানিয়েছেন। তারা ঘটনাস্থলে এসে নিরাপত্তার আশ^াস দিয়েছেন।

এবিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান কোনো মন্তব্য করতে রাজী হননি।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  রবিউল আলম জানান, বিষয়টি তারা তদন্ত করছেন। কারা কেন এ ঘটনা ঘটিয়েছে। পুলিশকে বিশেষ নজরদারীর পাশাপাশি তাদেরকেও তদন্ত করতে বলা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে নির্বিঘেœ তাদের পূজা করতে পারে সেদিকে লক্ষ্য রাখা হবে।