রাজবাড়ীসহ ৮ জেলা প্রশাসক নিয়োগ বাতিল
- প্রকাশের সময় : ০৮:৫২:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৪৩ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর জেলা প্রশাসক পদে মনোয়ারা বেগমকে নিয়োগ দেওয়া হলেও পরে তা বাতিল করা হয়েছে। তার স্থলে এখন পর্যন্ত নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
এদিকে নবনিযুক্ত ৫৯ ডিসির মধ্যে ৮ ডিসির নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সিনিয়র সচিব বলেন, ‘একটি বাছাই কমিটির মাধ্যমে ফিটলিস্ট হয়। সেই কমিটি আজকে বসেছিল। পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, ইতোমধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে। ডিসির নিয়োগ বাতিল ৮ জেলা হচ্ছে- লক্ষীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, শরীয়তপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী, দিনাজপুর।
এর আগে মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক(ডিসি) নিয়োগ দেওয়া হয়। সেখানে আরপিএটিসির উপপরিচালক মনোয়ারা বেগমকে রাজবাড়ীর ডিসি হিসেবে পদায়ন করা হয়।
এছাড়া রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) আবু কায়সার খানকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের পরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হয়।