বালিয়াকান্দিতে ২ মিষ্টি ব্যবসায়ীর জরিমানা
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
- / ১০৯২ জন সংবাদটি পড়েছেন
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে ২ মিষ্টি ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে।
জানা গেছে, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় বহরপুর বাজারের বিসমিল্লাহ মিষ্টান্ন এন্ড দধি ভান্ডারকে ১২ হাজার টাকা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভাক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় রামদিয়া বাজারের শান্তি মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, তাদের অভিযান অব্যাহত থাকবে।
Tag :