রাসেল ভাইপার ভেবে গুইসাপ হত্যা
- প্রকাশের সময় : ০৯:০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / ১০৬৯ জন সংবাদটি পড়েছেন
রাসেল ভাইপার ভেবে একটি গুইসাপ পিটিয়ে মেরে ফেলা হয়েছে। রোববার রাতে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের বাণিবহ গ্রামে ওষুধ ব্যবসায়ী সুনীল কুমার দে’র বাড়িতে এ ঘটনা ঘটে।
সুনীল কুমার দে জানান, রোববার সন্ধ্যার দিকে সাপের মত কিছু একটা তাদের ঘরে ঢোকে। তারা কিছু বুঝে ওঠার আগেই সেটি ফ্রিজের নিচে চলে যায়। তিনি দেখার জন্য এগিয়ে গেলে সেটি মাথা বের করে আক্রমণাত্মক ভঙ্গি করে তেড়ে আসে। তিনি শুনেছেন, রাসেল ভাইপার মানুষ দেখলেই কামড়াতে আসে। একারণে তিনি ধরেই নিয়েছিলেন ওটি রাসেল ভাইপার সাপ। একারণে তিনি ভয়ে পিছিয়ে যান। বাড়ির সদস্যদেরও নিরাপদে সরিয়ে দেন। প্রতিবেশিদের কাছে সাহায্য চেয়েও পাননি। ইউপি চেয়ারম্যানকে ফোন করলেও তিনি বিষয়টি আমলে নেননি। এভাবে প্রায় দেড় ঘণ্টা পেরিয়ে যায়। উপায় না পেয়ে এক হাজার টাকা দিয়ে লোক ভাড়া করে সাপটি পিটিয়ে মারেন। মারার পর বুঝতে পারেন এটি গুই সাপ। এটি প্রায় তিন ফুট লম্বা ছিল।
রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ জানান, রাসেল ভাইপার ভেবে একটি গুই সাপ মারা হয়েছে বলে তিনি শুনেছেন। সাপ বিষয়ে সকলকে সচেতন হওয়া দরকার। তিনি সুযোগ পেলেই মানুষকে সচেতন করেন। গুই সাপ হিং¯্র কোনো প্রাণি নয়। বরং এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বিষাক্ত পোকা মাকড়, ইঁদুর ও বিষাক্ত সাপ খেয়ে এরা জীবন ধারণ করে।