আরাম ঘর শিশু সঙ্গীত নিকেতনের আয়োজন
৭ দিনব্যাপী চারু কারু শিল্প কর্মশালা
- প্রকাশের সময় : ০৬:৩৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
- / ১০৬৮ জন সংবাদটি পড়েছেন
আরাম ঘর শিশু সঙ্গীত নিকেতনের আয়োজনে সাত দিনব্যাপী চারু কারু শিল্প কর্মশালা রোববার শুরু হয়েছে। সপ্তাহব্যাপী ৩০জন শিশু কিশোর এই প্রশিক্ষণে অংশ নেবে। আগামী ৩০ জুন রোববার সনদপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হবে প্রশিক্ষণ কর্মশালা। চারুকারু বিষয়ক এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন বিশিষ্ট চারু কারু শিল্পী আবু আব্দুল্লাহ স্বপন।
প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান কর্ণধার সাংবাদিক লিটন চক্রবর্তী, আরাম ঘরের কো-অর্ডিনেটর রেজাউল কবির স্বপন, আরাম ঘর শিশু নিকেতনের কো-অরডিনেটর মো:রেজোয়ান ঋজু, আরাম ঘরের কর্মকর্তা ইঞ্জিনিয়ার শামীম আহমেদ চৌধুরী প্রমূখ।
উল্লেখ্য, আরাম ঘর একটি স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন।এই সংগঠনের অঙ্গ সংগঠন হচ্ছে আরাম ঘর শিশু সঙ্গীত নিকেতন।আরামঘর শিশু সঙ্গীত নিকেতন বাংলা সংগীত চর্চার পাশাপাশি, চারু কারু, নাটক কবিতা ইত্যাদি নিয়ে কাজ করছে।নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এই চারুকারু প্রশিক্ষণ কর্মসূচি রোববার থেকে শুরু হলো ।