Dhaka ০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় বিএনপি নেতার হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • / ১০৬৭ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন বিএনপির সাংংগঠনিক সম্পাদক মারুফ হাসানকে কুপিয়ে জখম ও পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার পাট্টা বাজারে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সুমন একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। কারা কেন তার উপর হামলা করেছে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে, পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

স্থানীয় সূত্র জানায়, সুমন পাট্টা বাজারে একটি দোকানে বসেছিল। এসময় আট দশ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র, লাঠি সোঠা নিয়ে তার উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সুমনের স্ত্রী মিতা বেগম জানান, তার স্বামীর মাথায় কুপিয়ে জখম করা হয়েছে। সেখানে পাঁচটি সেলাই লেগেছে। ডান হাত এবং ডান পায়ের দুই স্থানে ভেঙে গেছে। বাম পায়ে দীর্ঘ ক্ষত সৃষ্টি হয়েছে। খুবই খারাপ অবস্থায় রয়েছে তার স্বামী। কারা কেন তার স্বামীর উপর  হামলা করেছে তা তিনি জানেন না।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর দুই পক্ষের মধ্যে মারামারির সম্ভাবনা ছিল। পুলিশি হস্তক্ষেপে তা নিবারণ করা হয়েছে। পূর্ব শত্রæতার জের ধরে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় বিএনপি নেতার হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৬:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন বিএনপির সাংংগঠনিক সম্পাদক মারুফ হাসানকে কুপিয়ে জখম ও পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার পাট্টা বাজারে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সুমন একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। কারা কেন তার উপর হামলা করেছে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে, পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

স্থানীয় সূত্র জানায়, সুমন পাট্টা বাজারে একটি দোকানে বসেছিল। এসময় আট দশ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র, লাঠি সোঠা নিয়ে তার উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সুমনের স্ত্রী মিতা বেগম জানান, তার স্বামীর মাথায় কুপিয়ে জখম করা হয়েছে। সেখানে পাঁচটি সেলাই লেগেছে। ডান হাত এবং ডান পায়ের দুই স্থানে ভেঙে গেছে। বাম পায়ে দীর্ঘ ক্ষত সৃষ্টি হয়েছে। খুবই খারাপ অবস্থায় রয়েছে তার স্বামী। কারা কেন তার স্বামীর উপর  হামলা করেছে তা তিনি জানেন না।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর দুই পক্ষের মধ্যে মারামারির সম্ভাবনা ছিল। পুলিশি হস্তক্ষেপে তা নিবারণ করা হয়েছে। পূর্ব শত্রæতার জের ধরে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি।