হরিজন কলোনী অবৈধভাবে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৮:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
- / ১১০১ জন সংবাদটি পড়েছেন
চারশ বছর ধরে বসবাসরত ঢাকার বংশাল নাজিরা বাজার মিরিনজিল্লা হরিজন কলোনী অবৈধভাবে উচ্ছেদের প্রতিবাদে শনিবার বিকেলে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী শহরের মিলেনিয়াম সুপার মার্কেটের সামনে প্রধান সড়কে এক ঘণ্টা কালব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশও অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বিশ^নাথ বিষুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বাসুদেব মন্ডল, নরেশ দাস, উত্তম দাস হেলা, শিবু রায়, গৌতম দাস, প্রমুখ।
বক্তারা বলেন, দাসপ্রথা থেকে বর্তমান সময় পর্যন্ত হরিজনরা লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়ে আসছে। সমাজের কাছে তারা সবসময় অবহেলিত হয়ে আসছেন। তারা কোনো ব্যবসা-বাণিজ্য ও ভালো চাকরির সুযোগ পায়না। দেশের সব জায়গায় হরিজনরা অনেক কষ্টে বসবাস করে। তারা বলেন, হরিজনরা এদেশে ভেসে আসে নাই। সুদীর্ঘকাল ধরে তারা এ দেশে বাস করলেও তাদের নিজস্ব জমি নেই। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। হরিজনদের ভ‚মির মালিকানা দেওয়ার জন্য তারা সরকারের কাছে জোর দাবি জানান।