চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ \ অস্বীকার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর
- প্রকাশের সময় : ০৮:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
- / ১০৭৮ জন সংবাদটি পড়েছেন
চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আব্দুল্লাহ নামে আজাদের এক কর্মী আহত হয়েছেন। বর্তমানে তিনি ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধান। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের চরদক্ষিণবাড়ি গ্রামে প্রার্থী আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এহসানুল হাকিম সাধনকে দায়ী করেছেন আবুল কালাম আজাদ। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এহসানুল হাকিম সাধন।
আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং এহসানুল হাকিম সাধন যুগ্ম সম্পাদক ও রেলমন্ত্রী জিল্লুল হাকিমের চাচাতো ভাই। তারা একই ইউনিয়নের বাসিন্দা।
আবুল কালাম আজাদ জানান, নির্বাচনী তপশীল ঘোষণার পর থেকেই এহসানুল হাকিস সাধনের লোকেরা প্রতিনিয়ত উস্কানীমূলক কর্মকান্ড করে চলেছে। এবিষয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেল প্রতীকের লোকজন অতর্কিতে তার বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ ও সেখানে থাকা তার কর্মীদের মারধর করে। এতে একজন আহত হয়। এমনকি তার বাড়ির সামনে মাইক্রোবাস রেখে সেটি ভাংচুর করে তার উপর দায় চাপানোর চেষ্টা করছে।
এহসানুল হাকিম সাধন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, আমরা তার (আজাদের) বাড়ি থেকে আধা কিলোমিটার আগে বাচ্চু চেয়ারম্যানের বাড়িতে মিটিং করছিলাম। এসময় আবুল কালাম আজাদের ছেলের নেতৃত্বে ১৫/১৬টি মোটরসাইকেল এসে তার সমর্থক আহম্মদ আলীর মাইক্রোবাসে ইট নিক্ষেপ করে। তার কর্মীদের উপরও হামলা করে। তার কর্মীরা একজোট হয়ে বাইরে বের হলে ওরা পালিয়ে যায়। বিষয়টি তিনি মৌখিকভাবে থানাকে জানিয়েছেন। সে মিথ্যা অপপ্রচার চালিয়ে বেড়াচ্ছে।
বালিয়াকান্দি থানার ওসি আলমগীর হোসেন জানান, এ বিষয়ে পাল্টাপাল্টি দুটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।