Dhaka ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার্থীকে ধরে নিয়ে মারধর

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৯২ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আবুল হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ধরে নিয়ে বেদম মারধর করেছে ১০/১৫ জন কিশোর বয়সী দুর্বৃত্ত। বৃহস্পতিবার দুপুরে বালিয়াকান্দি শেখ কামাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হওয়ার পরই এ ঘটনা ঘটে। বর্তমানে সে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত আবুল একই উপজেলার বহরপুর ইউনিয়নের কুবদীডাঙ্গী গ্রামের আরজু মিয়ার ছেলে ও আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

হাসপাতালে চিকিৎসাধীন আবুল হোসেন জানায়, বালিয়াকান্দি শেখ কামাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বাইরে বের হওয়ার সাথে সাথেই ১০/১৫ জনের কিশোর দল তাকে জোরপূর্বক ধরে নিয়ে পাশের একটি ইটভাটায় নিয়ে যায়। সেখানে তাকে এলোপাথারী ভাবে মারধর করে ফেলে রেখে যায়।

আবুল হোসেনের চাচা রফিক মিয়া জানান, যারা মেরেছে তাদের কাউকে আবুল চেনেনি। সবাই বয়সে কিশোর। তিনি বিষয়টি নিয়ে বালিয়াকান্দি থানায় অভিযোগ দেবেন বলে জানান।

বহরপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খলিলুর রহমান জানান, পরীক্ষা কেন্দ্রের থেকে বের হওয়ার সাথে সাথে ধরে নিয়ে মারধর করেছে। কারা মারধর করলো সেটা বের করার চেষ্টা করছেন।

স্থানীয়রা বলছেন, বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সী কিশোররা বেপরোয়া হয়ে উঠেছে। এরা দলবদ্ধভাবে নানা ধরনের অপরাধ করছে। এবিষয়ে এখনই পদক্ষেপ নেওয়া দরকার। তারা আরও জানান, সম্প্রতি বালিয়াকান্দির নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের অনুষ্ঠান থেকে কলেজ ছাত্র সাগর মন্ডলকে গড়াই নদীর ঘাটে ধরে নিয়ে বেদম মারপিট করেছে উঠতি বয়সী একদল কিশোর। শুধু তাই নয় মারধর করে ভিডিও ধারণের পর নানা হুমকিও দিয়েছে। সাগর মন্ডলের মা রূপালী খাতুন জানান, উঠতি বয়সি কিশোরদের ভয়ে ছেলেকে বাইরে পাঠিয়ে দিয়েছেন।

বালিয়াকান্দি থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। বালিয়াকান্দিতে কিশোর গ্যাং বা উঠতি বয়সী কিশোরদের দৌরাত্ম্য কিছুটা রয়েছে। বিষয়টি তারা দেখছেন বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার্থীকে ধরে নিয়ে মারধর

প্রকাশের সময় : ০৯:১৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আবুল হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ধরে নিয়ে বেদম মারধর করেছে ১০/১৫ জন কিশোর বয়সী দুর্বৃত্ত। বৃহস্পতিবার দুপুরে বালিয়াকান্দি শেখ কামাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হওয়ার পরই এ ঘটনা ঘটে। বর্তমানে সে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত আবুল একই উপজেলার বহরপুর ইউনিয়নের কুবদীডাঙ্গী গ্রামের আরজু মিয়ার ছেলে ও আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

হাসপাতালে চিকিৎসাধীন আবুল হোসেন জানায়, বালিয়াকান্দি শেখ কামাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বাইরে বের হওয়ার সাথে সাথেই ১০/১৫ জনের কিশোর দল তাকে জোরপূর্বক ধরে নিয়ে পাশের একটি ইটভাটায় নিয়ে যায়। সেখানে তাকে এলোপাথারী ভাবে মারধর করে ফেলে রেখে যায়।

আবুল হোসেনের চাচা রফিক মিয়া জানান, যারা মেরেছে তাদের কাউকে আবুল চেনেনি। সবাই বয়সে কিশোর। তিনি বিষয়টি নিয়ে বালিয়াকান্দি থানায় অভিযোগ দেবেন বলে জানান।

বহরপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খলিলুর রহমান জানান, পরীক্ষা কেন্দ্রের থেকে বের হওয়ার সাথে সাথে ধরে নিয়ে মারধর করেছে। কারা মারধর করলো সেটা বের করার চেষ্টা করছেন।

স্থানীয়রা বলছেন, বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সী কিশোররা বেপরোয়া হয়ে উঠেছে। এরা দলবদ্ধভাবে নানা ধরনের অপরাধ করছে। এবিষয়ে এখনই পদক্ষেপ নেওয়া দরকার। তারা আরও জানান, সম্প্রতি বালিয়াকান্দির নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের অনুষ্ঠান থেকে কলেজ ছাত্র সাগর মন্ডলকে গড়াই নদীর ঘাটে ধরে নিয়ে বেদম মারপিট করেছে উঠতি বয়সী একদল কিশোর। শুধু তাই নয় মারধর করে ভিডিও ধারণের পর নানা হুমকিও দিয়েছে। সাগর মন্ডলের মা রূপালী খাতুন জানান, উঠতি বয়সি কিশোরদের ভয়ে ছেলেকে বাইরে পাঠিয়ে দিয়েছেন।

বালিয়াকান্দি থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। বালিয়াকান্দিতে কিশোর গ্যাং বা উঠতি বয়সী কিশোরদের দৌরাত্ম্য কিছুটা রয়েছে। বিষয়টি তারা দেখছেন বলে জানান তিনি।