গ্রাম পুলিশ হত্যার ঘটনায় মামলা
- প্রকাশের সময় : ০৯:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
- / ১১১৮ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর বালিয়াকান্দির চরআড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পাহারায় থাকা গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার দুপুরে নিহতের স্ত্রী রিতা দে বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা কয়েকজন আসামির বিরুদ্ধে এ মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চর আড়কান্দি ভোটকেন্দ্র পাহারা দিতে যান রনজিৎ কুমার দে। সাথে ওই বিদ্যালয়ের নাইটগার্ড মো. ইউসুফ হোসেন ছিলেন। রাত অনুমানিক সাড়ে ৩টার দিকে গ্রাম পুলিশ রনজিৎ টয়লেটে যাওয়ার জন্য স্কুলের পেছনে কাঠবাগানে যান। শনিবার সকাল অনুমানিক ভোর ৫টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশে কাঠ বাগানে গ্রাম পুলিশ রনজিৎ দের মরদেহ পাওয়া যায়।
বালিয়াকান্দি থানা সূত্র জানায়, ঘটনার দিন রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকান্ডের সঙ্গে একধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এসআই মো. রাজিবুল ইসলাম জানান, মামলার তদন্ত চলছে। দ্রæতই মামলার রহস্য উদঘাটন হবে।