কৃষক শ্রমিক মেহনতি মানুষের সেবক হতে চাই-গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক
- প্রকাশের সময় : ০৯:৪২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ১১৩৭ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেছেন, আমি অতি সাধারণ একজন মানুষ। আমি কৃষক শ্রমিক মেহনতি মানুষের সেবক হতে চাই। নির্বাচনে আমি জয়লাভ করলে এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজি চিরতরে দূর করা হবে। মানুষ বুক ভরে শান্তির নিঃশ^াস নিতে পারবে- কালুখালী ও পাংশায় গণসংযোগকালে তিনি ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি বলেন, সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় অনেক বাধা বিপত্তির শিকার হতে হচ্ছে আমাকে। হুমকি ধমকি উপেক্ষা করে নির্বাচন করছি। আমার কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমাকে ভালোবেসে আমার কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করছে। বলেন, আমাকে কীসের এত ভয়। জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের মাঠ উন্মুক্ত করে দিয়েছেন বলেই নির্বাচনে অংশগ্রহণ করেছি। যার জনপ্রিয়তা আছে সে বিজয়ী হবে। এখানে তো অন্য আর কোনো বিষয় নেই।
নুরে আলম সিদ্দিকী হক বলেন, আমি আপনাদের কাছে মূল্যবান ভোট চাইতে এসেছি। আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন। গ্রামকে শহরে রূপান্তরিত করছেন। কিন্তু রাজবাড়ী-২ আসন এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়নি। আমি নির্বাচিত হলে এসব বিষয়কে অগ্রাধিকার দিয়ে ত্বরিৎ গতিতে উন্নয়ন ঘটাবো। কৃষকদের সকল সমস্যা দূর করবো। কাউকে কষ্টে থাকতে দেব না। গ্রাম থেকে শহরে সব জায়গায় উন্নয়নের ছোঁয়া থাকবে। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আর এজন্যই আপনারা আমাকে ভোট দেবেন।
নুরে আলম সিদ্দিকী হক যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষের সাড়া পাচ্ছেন। দিনে দিনে তার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে।