অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল দুজনের
- প্রকাশের সময় : ০৭:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
- / ১১১৭ জন সংবাদটি পড়েছেন
কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথের রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়ায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে গোবরা থেকে রাজশাহীগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালুখালীর রতনদিয়া ইউনিয়নের খৈবার আলী ওরফে খয়ের খা (৬০) এবং বালিয়াকান্দির কাউন্নাইর গ্রামের আমজাদ শেখের ছেলে আলমগীর শেখ(৪০)। নিহত খৈবার আলী পেশায় কৃষক এবং আলমগীর শেখ ভ্যানচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রতনদিয়া বাজার থেকে আলমগীর শেখের ভ্যানে চড়ে জামাতাবাড়ি মদাপুর যাচ্ছিলেন খৈবার আলী। সূর্যদিয়ায় অরক্ষিত রেলগেটটি অতিক্রম করার সময় গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহীগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
কালুখালী রেল স্টেশন মাস্টার দীনবন্ধু রায় জানান, সূর্যদিয়া রেলগেটে কোনো গেটম্যান নেই। দুর্ঘটনা ঘটনার পর পাশের গেটম্যান তাকে মোবাইল ফোনে বিষয়টি জানায়। টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে বলে জানান তিনি।
রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।