বালিয়াকান্দিতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক সংবাদ সম্মেলন
- প্রকাশের সময় : ০৮:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ১১২৯ জন সংবাদটি পড়েছেন
‘জীবনের জন্য পরিবারের জন্য তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করুন’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন : তামাক কোম্পানি বেপরোয়া শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোটের আয়োজনে ও সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার বাস্তবায়নে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু বক্কর সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, উপজেলা ভারপ্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী। সরকারের ‘তামাকমুক্ত বাংলাদেশ’ লক্ষ্যমাত্রা : সিগারেট কোম্পানির অপতৎপতা বিষয় মুলপ্রবন্ধ পাঠ করেন, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মো. মোকারম হোসেন। এসময় বালিয়াকান্দি উপজেলায় কর্মরত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা বক্তৃতা করেন।
সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোঃ মোকারম হোসেন লিখিত বক্তব্যে বলেন, দেশে ২টি বিদেশী সিগারেট কোম্পানী বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটি) ও জাপান টোব্যাকো কোম্পানি (জেটিআই) বেআইনী কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন। দেশে ৩ কোটির বেশি মানুষ তামাক ব্যবহার করে। তামাক জনিত রোগে দেশে ১লক্ষ ৬১ হাজার মানুষ মারা যাচ্ছে। ১৫ লক্ষাধিক মানুষ তামাক ব্যবহার জনিত জটিল রোগে ভোগে। ২০১৮ সালে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির গবেষণায় দেখাগেছে তামাক ব্যবহার জনিত রোগের চিকিৎসায় সরকারের বছরে ৩০ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে।
রাজবাড়ী জেলার ২০টি এলাকায় পর্যবেক্ষণে দেখাগেছে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে, বাজার, বাস স্ট্যান্ড, জনবহুল এলাকায় তামাকের বিজ্ঞাপন ও প্রচার বেশি।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসানের নেতৃত্বে সিগারেটের বিজ্ঞাপন বিরোধী অভিযান পরিচালনা করা হয়।